নিজেকে খুব অসহায় লাগছে। এটাকে জীবন বলেনা।
এই পৃথিবী আমার সাথে প্রতিনিয়ত স্বার্থপরের মতো আচরন করে যাচ্ছে। স্বার্থপর
পৃথিবীতে আমি আর কোন স্বপ্ন দেখতে চাইনা। স্বপ্ন দেখার চাইতে দুঃস্বপ্ন দেখাও অনেক
ভালো। স্বপ্ন আমাকে তিলে তিলে শেষ করে দিয়েছে। আর দুঃস্বপ্ন আমাকে নতুন পথ দেখিয়ে
দিচ্ছে, ভাবতে শিখাচ্ছে, একাকী পথ চলতে শিখাচ্ছে, প্রতিটাক্ষণ বাস্তবতার মুখোমুখি
করাচ্ছে। এখন আমি সব মিথ্যে বাধন ছিন্ন করে নিজের মতো করে বাঁচতে ইচ্ছে করছে।
কিন্তু আসলেই কি আমি পারবো? আমি কি পারবো পুরনো সেইসব মুছে ফেলতে? নাকি সেগুলো
আমার পিছু ছাড়বে কোনোদিন? নাকি আমার দ্বারা সম্ভব হবে সেই দিনগুলোকে অস্বীকার করা???
No comments:
Post a Comment