irregular due to unavoidable circumstances of my own, hope will be back and continue soon.............. have patients for a while.

Sunday, June 24, 2012

ফিরে এসো


ফিরে এসো, দেখো... আমি সেই আগের মতোই রয়ে গেছি, যে তোমাকে ভালোবাসতো পৃথিবীর সবচেয়ে বেশী। ফিরে এসো, দেখো খুঁজে পাবে সেই আমাকে, যার একটু বিপদে অস্থির হয়ে যেতে তার চেয়েও বেশী। ফিরে এসো, দেখো আমি সেই আগের মতোই দুষ্ট রয়ে গেছি, শুধু তোমার ঝারি, ধমক অনেক ভালো লাগে বলে। ফিরে এসো, খুঁজে পাবে সেই আমাকে, যে তোমার বিপদে, সমস্যায় হাসি মুখে বলত “আমার উপর ছেড়ে দাও”। ফিরে এসো, দেখো আজো তুমি আছো আমার হৃদয়ের প্রতিটি স্পন্দনে।
কি আসবেনা ফিরে তুমি??

Saturday, June 23, 2012

বলেছিলি তুই


বলেছিলি তুই আমার দুঃখের রাতের স্বপ্ন হবি, কষ্টগুলো চুষে নিয়ে সুখের তারায় ভরিয়ে দিবি, মেঘের ডানায় চড়িয়ে আকাশে ক্ষান্ত হবি, তুই আমার সকাল দুপুর রাত্রি হবি, মেঘলা আকাশ বৃষ্টি হয়ে জড়িয়ে নিবি, আমি হবো তোর ঐ আকাশের চাঁদটি। বলেছিলি সূর্য হয়ে আমাকে পুড়িয়ে দিবি, সন্ধ্যাতারা হয়ে পথ দেখাবি, আমার কষ্টমাখা অশ্রু হবি, ছন্দহীনা নিরব কবির ছন্দ হবি, ভালোবাসায় আমাকে ভাসিয়ে দিয়ে ক্লান্ত হবি। এমনি আরও অনেক কথা বলেছিলি, যেগুলো শুধুই কথার কথা ছিল। তোর হৃদয় খুঁজে নিয়েছে অন্য হৃদয়, কিন্তু আমার হৃদয় তোকেই জেনেছে তাই আর নেবে না ভিন্ন ঘ্রান.........

Thursday, June 21, 2012

তোমার মনে আছে


হয়তো তোমাদের বাসায় খুব সুন্দর আয়োজন করা হয়েছে। কত্ত আলোর ছড়াছড়ি! হয়তো তোমার বিয়ে। আমি! আমার রুমে বসে আছি আর ভাবছি। তোমার মনে আছে? তোমাকে বলতাম, মনে নেই তোমার সেই কথাগুলো? তুমিও বলতে।
আচ্ছা তুমি এখন কি করছ? আমার কথা কি মনে পড়ছে নাকি নতুন জায়গায় নতুন মানুষদের নিয়ে ভীষণ ব্যস্ত তুমি? তুমি নিশ্চয়ই এখন সবার মনোযোগের কেন্দ্রবিন্দু, তাই না? তুমি নিশ্চয়ই অনেক সুন্দর করে বৌ সেজে বসে ছিলে, ঠিক যেমনটি আমাকে বলতে, বৌ সাজতে তোমার খুব ইচ্ছে করত। আর আমি বলতাম... আর আনমনা হয়ে যেতাম।
আচ্ছা তোমার মনে আছে আমি যখন তোমাকে বলতাম, আমাকে কখনো ছেড়ে যাবে না তো? তুমি বলতে “কি সব আবোল তাবোল বকো তুমি, আমি তোমাকে ছেড়ে কোথায় যাবো? তুমি ছাড়া আমার আর কে আছে?” খুব জানতে ইচ্ছে করে এখন তুমি কোথায় আছো!
তোমার মনে আছে? তোমার সাথে রাতে একটু কথা না হলে আমি সারা রাত জেগে থাকতাম, আর তুমি ঘুম পাড়িয়ে দিলে আমি ছোট্ট শিশুর মত ঘুমিয়ে পড়তাম। এটা ভেবে তুমি কখনো রাতে দেরি করতে না। যাই হোক না কেন তুমি ঠিকই চেষ্টা করতে আমাকে ঘুম পাড়িয়ে দিতে। আজ আমি কিভাবে ঘুমাই বলতে পারো?
তোমার মনে আছে? তুমি বলেছিলে পৃথিবীতে তুমি আমাকে ছাড়া আর কাউকে বিশ্বাস করতে পারো না, তা হলে আজ কেন আমার উপর বিশ্বাস রাখতে পারলে না? তোমার জন্য আমি কি এবং কতটুকু করতে পারতাম তুমি তা ভালো করেই জানতে, তবে কেন...?
আজ কতো মানুষ তোমার আশে পাশে, তোমাকে দেখছে, একবারও কি মনে পরছেনা সে মানুষটির কথা যে তোমাকে একটি বার দেখার জন্য কতো ব্যাকুল হয়ে থাকতো? হয়তো তুমি নির্লিপ্তভাবে বসে আছে বিয়ের আসরে, বিয়ে বাড়ির প্রতিটি মানুষ আমার হৃদয় মারিয়ে হাটাচলা করছে। তাদের পায়ের নিচে পিষ্ট হচ্ছে তিলতিল করে গড়া আমার সাধের সম্পর্ক। হয়তো রাতে পিষ্ট হবে তুমি, পিষ্ট হবে আমার সব...... 

Wednesday, June 13, 2012

আমিও কাঁদি


আকাশ অনেক বড় তবুও সে কাঁদে। আর আমি? আমিতো তার তুলনায় কত্ত ছোট...... আমিও কাঁদি। আকাশের মতো কাউকে আমি সিক্ত করতে পারিনা, বর্ষার মতো পারিনা অবিরাম ঝরে পড়তে, মেঘের মতো আমি স্বাধীন হতে পারিনা, না পারলাম তোমার সাথি হতে.........। তুমি বৃষ্টির মতোই ঝুম করে এসেছিলে, ভিজিয়ে দিয়ে চলেও গেছো মেঘ হয়ে। ভিজে যাওয়া পৃথিবীটা হাতে নিয়ে একা আমি বসে আছি, শেষ দিনের রুদ্ধশাস প্রতিক্ষায়।

Sunday, June 10, 2012

আকাশ এবং আমি

আকাশকে বললাম তোমার কতো বিশালতা, তোমাতে যত বিশালতা আমার তত কষ্ট। তোমার সারাটি নীল যেন আমার কষ্টেরই প্রতিচ্ছবি। তখন আকাশ বৃষ্টি ঝরিয়ে দিয়ে বলল... এই নাও আমার কান্নার জলধারা, এটা তোমাকে দিলাম...। জানি এটা চিরদিনের জন্য মুছে দিতে পারবেনা তোমার কষ্ট, তবে ক্ষণিকের জন্য ঢেকে দিবে তোমার চোখের জল... ভালো থেকো তুমি।

Wednesday, June 6, 2012

আমি দুঃখিত


আমি দুঃখিত বেশী আবেগী হওয়ার জন্য, আমি দুঃখিত তোমার জন্য কান্না করি, আমি দুঃখিত পারিনি তোমার সাথে থাকতে, আমি দুঃখিত তোমার কান্নার প্রতিটি বিন্দুর জন্য, আমি দুঃখিত তোমার প্রতিটি ক্ষতির জন্য, আমি দুঃখিত তোমায় আঘাত করার জন্য, আমি দুঃখিত তোমার নিদ্রাহীন প্রতিটি রাতের জন্য, আমি দুঃখিত তোমার সাথে প্রতিটি ঝগড়ার জন্য, আমি দুঃখিত তোমার প্রতিটি বেদনার জন্য, আমি দুঃখিত হারিয়ে যাওয়া ম্যাসেজগুলোর জন্য, আমি দুঃখিত আমার স্বার্থপর ভালোবাসার জন্য, আমি দুঃখিত তোমায় যথেষ্ট কেয়ার করতে না পারার জন্য, আমি দুঃখিত তোমার কষ্টগুলোর জন্য, আমি দুঃখিত তোমার সময় নষ্ট করার জন্য, আমি দুঃখিত আমার প্রতি তোমাকে ধরে রাখার চেষ্টার জন্য, আমি দুঃখিত তোমায় সুখ দিতে না পারার জন্য যে কারনে তুমি দুঃখ অনুভব করতে আর যেটা আমার অক্ষমতা ছিল। আমি দুঃখিত তোমাকে নিয়ে বেশী ভাবার জন্য, আমি দুঃখিত সবসময় তোমাকে মিস করার জন্য, আমি দুঃখিত তোমায় নিয়ে আমার উম্মাদনার জন্য, আমি দুঃখিত এখনো তোমাকে ভুলতে না পারার জন্য, আমি দুঃখিত আমার ব্যর্থতার জন্য, আমি দুঃখিত এবং আবারো দুঃখিত যে আমি বিশ্বাস করি, তোমাকে আমি এখনও ভালোবাসি।

অনেকদিন হয়ে গেলো

অনেকদিন হয়ে গেলো তুমি চলে গেছো, নাম্বারসহ সবকিছুই বদলে ফেলেছ। হয়তো আমাকে ছেড়ে ভালোই আছো তবু জানতে ইচ্ছে করছে... আমি যখন কান্না করি সেই কান্না কি তোমাকে একটুও স্পর্শ করে? আমার কষ্টে কি তোমার বুকে এখনও রক্তক্ষরন হয়? তুমি কি জানো আজও আমি তোমাকে আমার মনে রেখেছি লক্ষ্মী করে, তুমি কি জানো আজও ঘুমের ঘোরে তোমার জন্য কেঁদে উঠি... তোমার কি মনে আছে শেষ দেখার কথাগুলো... তোমার কি মনে আছে আমার কান্না, তোমার কি মনে আছে আমার জন্য তোমার কান্না... তোমাকে আমি ভালোবাসি গতকাল থেকে বেশী, আগামিকাল থেকে কম। আর আমার ভালোবাসা কখনই কমবেনা তোমার জন্য, কারণ এই ভালোবাসা শুধুই তোমার জন্য এবং তোমার অপেক্ষায়...

হয়তো তাই


ভালোবাসার মানে আমি জানতাম, জানতাম এর সুখ কতখানি, তেমনি জানতাম ভেঙ্গে গেলে এর কষ্ট কতখানি। তাই এই পথে পা বাড়াইনি কখনও, ইচ্ছেও ছিলোনা। আমি আমার ঝামেলা বা আমার কষ্টগুলো নিয়ে আমার মতোই ছিলাম আমি। কিন্তু ভালোবেসে তুমি আমাকে আশান্বিত করেছিলে, আমি ভরসা পেয়েছিলাম তোমার কথায়, কি বোকা আমি! ভালোবেসে আমাকে আপন করে নিয়েছিলে, কিন্তু কি অপরাধে আমাকে এতো বড় সাজা দিলে? কি ভুল ছিল আমার? জানতে পারলাম না... শুধু নীরবে একা বসে থাকি আর ভাবি, আমারই নাহয় ভুল ছিল, দোষ ছিল... তাই বলে কি তোমার অযোগ্যও ছিলাম? হয়তো তাই

Tuesday, June 5, 2012

এখনও ভাবি


জানিনা কি করেছি, জানিনা কি বলেছি। আজও অনেক কথা না বলা আছে, অনেক অনুভুতি আজো আমার মনে কড়া নাড়ে মনের দুয়ারে, অনেক ভালোবাসা আজো জমা আছে তোমার জন্যে। কিন্তু তুমি আজ অনেক দূরে প্রিয়া, সত্যি অনেক বেশী দূরে। কেন আমাকে একা ফেলে চলে গেলে জানিনা। তুমি যদি আমার নীরবতা না বুঝো তাহলে তুমি আমার কথাও বুঝবেনা। এখনও ভাবে এই মন এই বুঝি তুমি এলে, এখনও ভাবি এই বুঝি তুমি আমায় ডাকলে সেই চেনা নামটি ধরে। ভাবনা শুধু ভাবনাই রয়ে গেলো, বাস্তব হলনা। সেই যে কবে চলে গেলে...... ভালো থাকুক আমার ভালোবাসা। 

Monday, June 4, 2012

কেন? কেন??

বেশী কিছুতো চাইনি আমি, চেয়েছিলাম শুধু তোমার ভালোবাসা। কেন তুমি দিলেনা, কেন তুমি আমায় বুঝলেনা? কেন চলে গেছো অনেক দূরে, কেন হাঁটো অন্যের হাত ধরে? তুমি কি বোঝনি আমার মনের ভাষা, আমার মনে জমানো এই ভালোবাসার আর্তনাদ? তোমায় ভেবে চোখের কোনে যে স্বপ্ন বুনেছিলাম, তা কি বাস্তব হতে পারতোনা? কেন এমন পর হলে তুমি, কখনো কি এই আমি তোমায় পর ভেবেছিলাম? স্বার্থের পৃথিবীতে তোমায় আমি আপন ভেবেছিলাম, আর সেই তুমি আমার সাথে এমন করতে পারলে? সেই তুমি আমাকে ছেড়ে অন্যের হাত ধরে চলে যেতে পারলে, এ কেমন মন তোমার? আমার জন্য কি একটুও মায়া হয়না? তুমি কি বোঝনি আমি তোমাকে কতটা ভালোবাসি, কবে আর বুঝবে তুমি আমাকে? বুঝে কি কাছে টেনে নিতে পারবে আমাকে? কেন এতো টান তোমার প্রতি, কেন শুধু বার বার তোমার কাছে ছুটে আসি? ভালোবাসায় জড়িয়ে কেন তুমি আমাকে এখন নিঃস্ব করে রাখলে? কিছু বলবনা তোমায়, অভিশাপও দিবোনা তোমায়। শুধু হৃদয়ের গভীর থেকে ভালোবেসে যাবো অবিরাম, অবিরত.........

আমার পৃথিবী


আমার পৃথিবী কেবলই এক মিথ্যে মায়াজাল... ভুল করে স্বপ্ন দেখেছিলাম, অবাস্তব স্বপ্ন। হয়তো আমার স্বপ্নগুলো কখনোই সত্যি হবেনা। তবুও শুধু তোমাকে নিয়েই আমার স্বপ্নগুলো সাজাই আমি এখনো। জানি, তোমার কাছে এসব অর্থহীন, তবুও... তবুও ভালবাসি তোমায়। প্রমিজ... ভালোবেসে যাবো যতদিন বেঁচে আছি...
কারণ একটা পুরুষের ভালোবাসায় থাকে শুধু একটাই স্বপ্ন, যে স্বপ্নে রাজত্ব করে তার ভালোবাসার মানুষটি।

Sunday, June 3, 2012

কিছুই চাওয়ার ছিলোনা


জীবনের কাছে কিছুই চাওয়ার ছিলোনা, শুধু তোমাকে ছাড়া। তোমার কাছেও কিছু চাইনি শুধু তোমার ভালোবাসা ছাড়া। কতটুকু ভালবাসতে আমায় জানতে চাইনি কোনোদিন। শুধু আমি কতখানি ভালবেসেছিলাম তার প্রমাণ দিতে হয়েছে অনেক অনেক বার। ভালবাসতে চেয়েছিলাম সবকিছু উজাড় করে, চেয়েছিলাম সব দিয়ে নিজেকে নিঃস্ব করতে। অন্যের সাথে ঘর বাঁধার স্বপ্ন দেখেছো, প্রশ্ন করিনি আমি। ... শুধু তোমায় ভালোবাসি বলে মুখ খুলিনি আমি, নেইনি তোমার বিরুদ্ধে কোন পদক্ষেপ। যা নেয়া হয়েছে সব আমার নিজেরই বিরুদ্ধে। সেই তুমি কেমন আছো, খুব জানতে ইচ্ছে করে।