‘আমি তোমাকে ভালোবাসি’ কথাটা বলার সময় অনেকে
মিথ্যা বলে। কারণ মানুষ সত্যিই রূপের পাগল। যদি রূপের গুনমুগ্ধ এবং লোভী না হতো
তবে প্রতিদিন এতো হৃদয় ভাঙার গল্প আর বৃষ্টির মতো কান্না দেখতাম না। এতো মানুষ রাত
জেগে প্রিয় মানুষের ফোনের অপেক্ষা করতো না, শুধু ভালোবাসার মানুষটির কণ্ঠ শোনার
জন্য এতো উতলা হতো না। মানুষ স্বার্থপরের মতো ভালোবাসে। আগেরজনের চেয়ে ভালো
কাউকে(মানে সুন্দর কাউকে) পেলে তার মনের ভালোবাসাও সরে যায়। অনেক সময় সে ছেড়ে যায়
তার আপন জনকে, যাকে সে সবচেয়ে বেশী ভালোবেসেছিল, যে মানুষটা তাকে ছাড়া অন্য কাউকে
কল্পনা করে না নিজের অস্তিত্তে। সেই নতুন সুন্দর মানুষের প্রতি এতোটাই মোহিত হয়ে
পড়ে যায় যে সে ভুলে যায় আগেরজনের সাথে কাটানো সেই মধুর মুহূর্তগুলো। তার চাইতে
এটাই অনেক বেশী মঙ্গলজনক দুজনের জন্যই যে ভালোবাসার সম্পর্কে জড়ানোর আগে
সুন্দর-অসুন্দর, যোগ্যতা-অযোগ্যতা সব যাচাই, বিচার করে অগ্রসর হওয়া। কারণ
ভালোবাসায় জড়ানো কারও জন্য শখের বিষয় হলেও কারও জন্য টিকে থাকার প্রশ্ন। ‘আমি
তোমাকে ভালোবাসি’ তিন শব্দের এই কথাটি কারো কারো ক্ষেত্রে জীবনের পাসওয়ার্ড। এতো
স্বার্থপরতার মাঝেও ভালোবাসা টিকে আছে, কারণ কিছু মানুষ সত্যিই ভালোবাসে। আর তাই
ভালো থাকুক আমার ভালোবাসা।
No comments:
Post a Comment