irregular due to unavoidable circumstances of my own, hope will be back and continue soon.............. have patients for a while.

Tuesday, July 31, 2012

অজানা কারণ


কতবার বুঝাতে চেয়েছি যে কতটা ভালোবাসি তোমায়, তুমি বুঝেও না বুঝার মতো করে দূরে ঠেলে দিলে আমায়। কি সেই অজানা কারনে এতোটা কাছে আসার পরেও দূরে চলে গেলে। জানি তুমিও আমায় ভালোবাসো। তুমি না বললেও আমি এতোটুকু তো বুঝতে শিখেছি। তবে আমাদের মাঝে সেই অজানা কারণ আমাদের ভিন্ন ভিন্ন প্রান্তে রেখেছে। হয়তো এই অজানা কারনেই ভাগ্য বিধি নির্ধারণ করেছে আমরা কেউ কারো নয়। যদিও এই কথাটি আমি মানতে পারিনা। তাই বলে ভেবে নিও না আমার নির্বাক ভালোবাসায় কখনো ঘাটতি হবে।

Monday, July 30, 2012

আমাকে ভাবায়


তোমাকে নিয়ে কখনও ভাবিনা এমন কথা বলোনা বা ভেবোনা। বলো, কখন তোমাকে নিয়ে ভাবি না? সকাল থেকে বিকেল, আর বিকেল থেকে রাত তোমার ভাবনাগুলির সাথে যে আমার মিলন হয়ই। এমন কখনও হয়না শত চিন্তার মাঝে তোমার চিন্তা আমার এই মন ছেড়ে যায়। মনেতে বসে ভাবনাগুলো খেলা করে আমার মনের সাথে। যখন জেগে থাকি তারাও জেগে থাকে, ঘুমিয়ে গেলেও ঘুম ভাঙ্গায় ক্ষণে ক্ষণে। তোমার কথা, তোমার হাসি, আর তোমার চুলের ঘ্রান সাথে আরও আছে তোমার মাতাল করা ভালবাসাত টান। সবই আমাকে ভাবায়, সবই আমাকে জাগায়। তাই কখনও বলোনা বা মনে করোনা তোমাকে নিয়ে ভাবিনা। বলো এমন কোন সময় কি আছে, যখন তোমাকে নিয়ে ভাবিনা?

হয়ে গেলাম একাকীত্ব


এক নয়নে যেমন তাকানো যায়না, এক নয়নে তেমন কাঁদাও যায়না। এক ঠোঁটে যেমন চুমু খাওয়া যায়না, এক হাতের আলিঙ্গনকেও তেমন মধুর মনে হয়না। একহাতে যেমন তালি বাজেনা, এক বাক্যে ভালোবাসা ও তেমন প্রকাশ পায়না। এক মুঠো সুখ যেমন একহাজার দুঃখও তেমন। বললেনা কভু এক আমি অদ্বিতীয় সেই সুখেরই ভাগীদার, তবে কেন আমাকে এক মুঠো সুখ দিলেনা? এক হাজার দুঃখের ভাগীদার কেন এক আমিই? এই পৃথিবীটা নাকি এক, তবে এক অন্য জগতও নাকি আছে। ইহকালও নাকি এক, পরকালও নাকি এক, মৃত্যুর স্বাদও নাকি সবাইকে একবারই নিতে হবে। তুমি কি তাহলে সেই পরকালেই মিলাবে? এক প্রশ্ন আর কতবার আওড়াবো, এক হৃদয় আর কতবার জ্বালাবো। এক মুহূর্ত আর কতবার আমায় পোড়াবে, এক সুখের স্মৃতি আর কতবার আমাকে বাঁচাবে। আমি এক চাঁদের আলোয় তোমায় ভালবেসেছিলাম, তুমি আমাকে এক সূর্যের ঝলকানিতে পুড়িয়ে ছাই করে দিলে। আমি যখন এক বিন্দু মোহের টানেই যেতে চেয়েছিলাম তোমার কাছে, তুমি তখন একজন অন্য মানুষের ছায়ায় অনেক সুখের বৃত্তে আটকে ছিলে। আমার এক আমাকে বানিয়ে দিলো একেবারেই নিঃস্ব, হয়ে গেলাম এক আমি একাকীত্ব।

Saturday, July 28, 2012

ভালো লাগেনা


পৃথিবী আজ আমার ভালো লাগেনা, ভালো লাগেনা কারো সাথে শুধুই যান্ত্রিক কোন সম্পর্ক। প্রেমকে আমি কখনোই সমর্থন করতাম না, আমার যুক্তি ছিল আমি কেন এমন কারো সাথে আমার অনুভুতি ভাগ করবো যে সেই অনুভুতি ভাগ করার অধিকারই রাখেনা? না শুধু অভিমানে নয়, চরম বাস্তবতায় আজ আর আমার সত্যি পৃথিবী ভালো লাগেনা। এখানে কি আছে? হয়তোবা হাতের মুঠোয় আমার পুরো পৃথিবী আছে কিন্তু কি লাভ সেই পৃথিবী দিয়ে। ভালোবাসার গভীরতা আজ আর নেই। থাকবে কি করে? এখন বয়ফ্রেন্ড কিংবা গার্লফ্রেন্ড থাকা একটা স্ট্যাটাস যেন। কোন মৌলিকতা নেই ভালোবাসায়। তাই ভালবেসে অতি দ্রুত ভেঙ্গে যাওয়া যেন অতি স্বাভাবিক ও প্রাকৃতিক ব্যাপার হয়ে গিয়েছে। ঠিক কোথায় যেন আমরা সবাই ধিরে ধিরে নিমজ্জিত হয়ে যাচ্ছি। যেখানে আমাদের ভালোবাসা, বিশ্বাস, আস্থা সব হারিয়ে যাচ্ছে। জীবনে দুঃখ আসবে, দুর্দশা আসবে, বাধা আসবে, বিপত্তি আসবে কিন্তু তাতে কি? কারো ভালোবাসার টানে, কারো আস্থার প্রতি আস্থা রেখেই তো সব বাধা অতিক্রম করা সম্ভব। নাহ! আজ সেই প্রেরনাও নাই। কারো প্রতি আজ আর আস্থা রাখতে পারিনা।  

হয়নি বলা

তোমাকে হয়নি বলা কতটা ভালবাসতাম, তোমাকে হয়নি বলা এক পলক দেখার জন্য কতটা উতলা ছিলাম। তোমাকে হয়নি বলা চোখ বন্ধ করেও তোমাকে দেখতে পেতাম। তোমাকে হয়নি বলা যতটা কষ্ট তোমাকে দিতাম তার চেয়ে অনেক বেশি কষ্ট নিজে পেতাম। তোমাকে বলতে পারিনি একা একা তোমার সাথে কথা বলতাম কিন্তু তুমি সামনে আসলে সব ভুলে যেতাম। তোমাকে বলা হয়নি আর কখনো হবেও না...... 

ফেরত চাইবনা


এই যে সনু শোন...... হ্যাঁ তোমাকেই বলছি, কি হয়েছে তোমার? মন খারাপ, মুখে হাসি নেই, চোখে অশ্রু কেন? একবার বলো কি হয়েছে?? বেচবে কি তোমার কষ্টগুলো আমার কাছে? কথা দিচ্ছি, সুখের দামে কিনে নিবো। এতো সুন্দর চেহারাটাকে কেমন মলিন করে রেখেছ, আমি না দিয়ে দিয়েছি তোমাকে আমার হাসিখানা। সেই থেকে এর মালিক তো তুমিই পাগলী। তোমার চোখের ঐ অশ্রুগুলো আমায় দিবে? বিনিময়ে একজোড়া স্বপ্নিল নয়ন দিবো তোমাকে। কথা দিচ্ছি, কোনদিন ফেরত চাইবনা। ফেরতই বা কেমনে চাই? তোমাকে হাসতে দেখলেই তো আমার কষ্টগুলো ভুলে যাই। তোমাতে এমনভাবে আমি মিশে আছি যে কোনোদিন ভাবতেই পারিনা আমরা দুজন দুই আত্মা। 

জীবনের গল্প


নিঃসঙ্গ রাত কাটে, একাকী দিন ফুরিয়ে যায়। বুকের মাঝে চিন চিন ব্যাথা। অবাক হয়ে দেখি সময়ের চলে যাওয়া। সময় কত অল্প, তোমার তরে ইচ্ছে করে বদলে ফেলি দিন, বদলে ফেলি জীবন যাপন। তোমাকে বিহীন নির্ঘুম রাত কাটে, কিংবা ঘুম ভেঙ্গে যায়। জেগে থাকি আগের মতই। বদলাতে পারিনি আমি আজও, বদলে গেছ তুমি এখন। অবাক হই সময় চলে গেলো কত তাড়াতাড়ি সেই সুখের, কত সহজে বদলায় জীবনের গল্প, যেমন করে বদলালে তুমি। অপেক্ষায় থাকি কবে শেষ হবে এই জীবনের গল্প...... 

Friday, July 27, 2012

ভাবতে নেই

জীবনটা অনেক সুন্দর। কিছু মানুষ অন্য একটা মানুষের সুন্দর জীবনকে কষ্টময় করে তোলে। কেউ কারণে করে, কেউবা অকারনেই করে। খারাপ তখন লাগে না যখন এই কাজটি কোন দূরের মানুষ করে, বরং তখন একটা জেদ কাজ করে সব ভুলে সামনে এগিয়ে যাওয়ার। কিন্তু যখন কোন কাছের মানুষ এমনটা করে সেটা সত্যিই অনেক বেশী কষ্টদায়ক। একসাথে অনেকগুলো দুঃস্বপ্ন এসে ভর করে জীবনে, অনেকখানি হতাশা আর এক অস্থিরতা জীবনের গতি থামিয়ে দিতে চায় বারেবারে। থেমেও যায় জীবন, ভাঙ্গা চাকায় ভর করে চলতে থাকে জীবনগাড়ি। তবু বাহ্যিকতা রক্ষার্থে কেন জানি অভিনয়ের আশ্রয় নিতে হয়। অপ্রিয় দুঃখগুলো কেন যেন সবচাইতে প্রিয় মানুষের হাত ধরেই আসে। তাই এখন মনে হয় কাউকেই বুঝি প্রিয় ভাবতে নেই। 

Thursday, July 12, 2012

তোমাকে নিয়ে

মনের নিভৃত কোণে তোমাকে নিয়ে নির্মাণ করেছিলাম শব্দের বাড়িঘর, কবিতার নান্দনিক আবাস। যার প্রতিটি শব্দের গাঁথুনিতে মিশে ছিলে তুমি আর তোমার মসৃণ ঠোঁটের কোমল পরশ, কিংবা চাঁদনী রাতের বর্ণালী জ্যোৎস্নায় অজানা জগতে হারিয়ে যাবার দুরন্ত আবেগ। যদি নিজেকে নাই পারো দিতে একান্তে বিলিয়ে, তবে একটু আধটু স্পর্শই বা কেন দিলে আমাকে? যদি স্পর্শই দিলে নিজেকে আড়াল করলে কেন? আর যদি আড়াল করলে নিজেকে, স্মৃতির ক্যানভাসটা নিয়ে গেলে না কেন? আমিতো তোমার কাছে চেয়েছিলাম শুধু একমুঠো নির্ভেজাল ভালোবাসা তোমার বুকের নিভৃত কোণে। 

Thursday, July 5, 2012

দ্বিধা করোনা


ক্ষীণা বাতাস, সুন্দর একটা চাঁদনী, অদ্ভুত এক আবেশে একা বসে তোমার কথা ভাবছিলাম। কবি কিংবা সাহিত্যিক নই বলে তোমায় নিয়ে কবিতা কিংবা গল্প লিখতে পারিনি, আর সেই যোগ্যতাও আমার নেই। কিন্তু তোমার কথা ভেবে কাঁদতেতো পারি। জানিনা আমাকে একা ফেলে কতটা সুখে আছো। হয়তো আমি ভালো নেই কিন্তু এটা ভেবেতো শান্তি পাই তুমি ভালো আছো কারণ ভালো থাকার জন্যইতো চলে গেলে সম্পর্ক ভেঙ্গে দিয়ে। সকালে আমি ফোন না করলে তুমি ঘুম থেকে উঠতে না, এখন কিভাবে উঠো তুমি? আমি রাতে ফোন না করলে তুমি ঘুমাতে না, এখন কিভাবে ঘুমাও তুমি? মাঝে মাঝে ভুল করেও কি আমার কথা তোমার মনে পড়ে না! এতোটা স্বার্থপর কিভাবে হলে তুমি! কিভাবে পারো আমাকে ছাড়া থাকতে! এমনি হাজারো প্রশ্নে জর্জরিত আমি, কোন উত্তর জানা নেই আমার। প্রতিনিয়ত আমার আমিত্ব আমার নিজের সাথে উপহাস করে। হয়তো তুমি আর কখনোই আসবেনা ফিরে। তবুও বলি যখন ফিরে আসতে চাইবে ফিরে এসো দ্বিধা করোনা, প্রতিনিয়ত তোমার প্রতিক্ষায় থাকি। তোমাকে যে আমি বড্ড বেশী ভালবাসি......

তুমি ছিলে বলেই


তুমি ছিলে বলেই আমি ভুলেছিলাম আমাকে, জেনেছিলাম গভীরতম দুঃখও মাঝে মাঝে কারো হাসিতে হারিয়ে যেতে পারে। ঠিক যেমন বিদীর্ণ মরুর বুকে জম্ম নেয় ছায়াবৃক্ষ। কল্পনার বিস্ময়তা ভীরু চোখে তাকায় আমার বাস্তবতাকে, তোমার স্পর্শে যেন লাল গোলাপটিও জেগে উঠত, জেগে উঠত কবিতার শব্দগুলো। নীরব চাহনি যে এতো কিছু বলে তাও তোমার জন্যই জেনেছিলাম। অনেক কিছু জেনেও যেন নির্বোধ হয়ে থাকতাম তোমার কাছে। এক মুহূর্তে আমি ক্লান্তিহীন আনন্দে, ঠিক পরের মুহূর্তে বিষাদের রাজ্যে। চলতেই থাকে এ রাজ্য বদল, যেমন চলতে থাকে তোমার হেয়ালি ভালোবাসা। 

Tuesday, July 3, 2012

কিছু রঙ


ভালোবাসার অনেক রঙ, কিছু রঙ জীবনের সাথে মিশে থাকে আর কিছু রঙ খুঁজে নিতে হয়। এক একটি রঙ ভিন্ন একটি ভালোবাসার বহিঃপ্রকাশ। পরিচিত রঙগুলোকে রাগ, অভিমান, কষ্ট হিসাবে অভিহিত করি। এসব রঙগুলো দিয়ে জীবন নামক জলছবি আঁকা হয়। আর যেসব রঙ চিনতে পারিনি, খুঁজতে গিয়ে পথ হারিয়ে ফেলি, সেসব রঙই আমার জীবনে ভুল হয়ে অপরিচিত রয়ে গেলো, থাকবেও সবসময়।

Sunday, July 1, 2012

খুব কষ্ট


মেয়েরা খুব কষ্ট পায় যখন কেউ তাকে অবহেলা করে, তাই মেয়েরা তাদের প্রতি কোন ছেলের অবহেলা সহ্য করতে পারেনা কখনোই। আমারতো মনে হয় না আমি তোমাকে কখনো অবহেলা করেছি বা দেখিয়েছি। আর ছেলেরা যখন তাদের ভালোবাসার মানুষকে অন্য কোন ছেলের সাথে কথা বলতে বা আড্ডা মারতে দেখে তখন তারা এটা কোনভাবেই মেনে নিতে পারেনা। মুখে হয়তো প্রকাশ করেনা তবে মনে মনে খুব কষ্ট পায়। কিন্তু আমি প্রথম প্রথম মেনে নিতাম। কখনো এটা নিয়ে তোমার সাথে অভিযোগ করিনি বা কিছু বলিনি। কিন্তু শেষের দিকে এসে তুমি আমার অজান্তে, আমার কাছ থেকে লুকিয়ে সেই কাজটা করতে থাকলে দিনের পর দিন। জিজ্ঞেস করলে স্বীকার করনি। যেটা আমিও মেনে নিতে পারিনি আর তাই খুব ন্যাক্কারজনক ভাবে তুমি শেষ করে দিলে এতদিনের মধুর একটা সম্পর্ক।