irregular due to unavoidable circumstances of my own, hope will be back and continue soon.............. have patients for a while.

Sunday, April 29, 2012

তবুও ভালো থাকিস


তোর কাছে একটি ভুল করেছিলাম বলে তুই জিদ করলি আমার সাথে। আজ তুই সহ্য করতে পারছিস না আমাকে। তোর শেষ কথাটি মনে করে বার বার কান্না করি রে। আমি আর কল দিবো না, এসএমএস ও করবোনা। কতো সুন্দর একটা সম্পর্ক ছুরে ফেলে দিতে একটুও কষ্ট হয়নি তোর।
নিমিষেই অনেক দূরে সরিয়ে দিলি আমায়। যে তুই আমার চোখের পানি সহ্য করতে পারতি না, সেই তোর কাছে হাজার কান্না করেছি, কতো ক্ষমা চেয়েছি কিন্তু তুই দেখেও দেখলিনা। গুরুত্ব দিলিনা এতোটুকু আমার চোখের সেই পানিকে।
মাত্র একটি ভুলের জন্য আমি তোর অনেক দূরের মানুষ হয়ে গেলাম। অনেক ঘৃণা করলি, একটুও চিন্তা করলি না তোকে ছাড়া আমি সেই অন্ধকারে একা কিভাবে থাকবো। কেমন করে কাটাবো আমার নিষ্ঠুর সময়।
চলে গেছিস তুই দূরে, তবু তোর মায়াবী কথাগুলো মনে পড়ে- ভুলতে পারিনি তোকে।
বল, বলনা ভোলা যায় কি করে? তুই নেই ভাবতে গেলেই চোখ ভিজে যায় জলে। সারা দেহ যেন নিঃসাড় হয়ে যায়। একাকি এই হৃদয় তোকেই খুঁজে ফেরে সারাক্ষন। হারালে কোথায় তুই আমার জীবন থেকে?? কোনখানে গিয়ে শান্তি পাইনা, খুব ইচ্ছে করে তোর সেই কণ্ঠ শুনতে, কথা বলতে ইচ্ছে করে খুব, কিন্তু পারিনা। পারিনা রে...
তবুও কামনা করি, খুশী থাকিস, সুখে থাকিস, ভালো থাকিস সবসময়। 

দুহাত ভরা ভালোবাসা

দুহাত ভরে ভালোবাসা এনেছিলাম তোমার দেবো বলে...
একটি স্বপ্ন এনেছিলাম তোমায় নিয়ে দেখবো বলে...
একটি নতুন জীবন শুরু করতে চেয়েছিলাম তোমায় নিয়ে...
শুধু তোমায় ভালোবাসি বলে।
কিন্তু তুমি চলে গেলে...
আমার ভালোবাসা আজ হাতের মাঝেই রয়ে গেলো...
বন্দি হয়ে...
হলনা তোমায় দেওয়া...
স্বপ্নগুলো আজ আর সত্যি হবে না তুমি নেই বলে...
আর নতুন পৃথিবীর আশা...?
সে তো মরিচিকা...
বলতো তোমায় ছাড়া সেই নতুন পৃথিবীতে কি আমি যেতে পারি...?
তুমি না হয় গিয়েছো সেই পৃথিবীতে তাই বলে কি আমাকেও যেতে হবে...?
কিন্তু আমি যে চাইনা যেতে সেই...

ভালোবাসা হল

ভালোবাসা হল এমন একটি জিনিস যা পেলে সাফল্যের শিখরে উঠা যায়। আর না পেলে সারাজীবন সপ্নভাঙ্গার বেদনা নিয়ে বেঁচে থাকতে হবে। ভালোবাসা হল এমন একটি স্বপ্ন যা সত্যি করার জন্য দুজনের দরকার হয় কিন্তু ভাঙ্গার জন্য একজনের দরকার হয়।

Saturday, April 28, 2012

কয়েকটি প্রশ্ন


ভালোবাসা কি খেলনা?? ইচ্ছা হল খেললাম, ইচ্ছা হল ভেঙ্গে দিলাম? অনেককেই(বিশেষ করে মেয়েরা) বলতে শুনি ওর সাথে ব্রেক-আপ করে ফেলব... ওর সাথে রিলেশান রাখবো না...
আজ যদি এইটা ভাবেন তাহলে সেদিন রিলেশান কেন করেছিলেন??
কেন এতো দিন ধরে সেটা বয়ে এনেছেন?? আজ বলেন আমার এই সমস্যা, ওই সমস্যা... এই কারনে রিলেশান রাখবো না... তাহলে সেদিন কেন ভাবেন নাই??
একটা মানুষকে হাসানো অনেক কঠিন কিন্তু তাকে কাঁদানো অনেক সহজ...
বিশ্বাস একটা কাগজের মতো... একবার ভাঁজ করলে তারপর আগের মতো করার যতই চেষ্টা করেন কখনই আগের মতো হবে না...
এক এক জন স্বার্থপরের মতো বলে বসেন আমি সরে গেলে ওর জীবন সুন্দর হবে...
আসলে কি তাই?? ওই ছেলেটা বা মেয়েটা কি আপনাকে ভুলতে পারবে??
তার সাথে আপনার সম্পর্কের আগের সময়ে তাকে কি ফিরিয়ে দিতে পারবেন??
ভালোবাসায় কোন রিপ্লেসমেনট হয় না...
মানুষ ভুল করবে এটাই স্বাভাবিক... তাই বলে একজন ভুল করেছে বলে তাকে ছেড়ে চলে যেতে হবে??
ভুলগুলো কি শুধরে দেয়া যায় না??
একটা কথাই বলবো কাউকে ভালোবাসার মতো ভালবাসেন...
চিরদিন যদি ভালবাসতে পারেন তাহলে ভালবাসবেন,
তা না হলে ভালোবাসার দরকার নেই...
ভালোবাসা আয়না না, একটা ভেঙ্গে গেলে আরেকটা কিনে নিলাম...

কিছু না


যখনই আমি নিঃশব্দে তোমার সাথে হাঁটতাম তুমি জিজ্ঞেস করতে কি ভাবছো? আমি বলতাম কিছু না। যখন তোমার চোখের দিকে একদৃষ্টিতে তাকিয়ে থাকতাম, তুমি জিজ্ঞেস করতে কি দেখো? আমি কিছু বলতাম না। যখন আমি তোমার সাথে ফোনে নিশ্চুপ থাকতাম, তুমি জিজ্ঞেস করতে কি হয়েছে? আমি বলতাম কিছু না।
আমার এই ‘কিছু না’ এরও একটা মানে আছে যা তোমাকে আমি বলতে পারতাম না। এর মানে হলো, তুমি যতটা জানো আমি তোমায় তার চেয়ে অনেক ভালোবাসি। এই ‘কিছু না’ এর মানে হলো আমি তোমাতেই আমার ভবিষ্যৎ দেখি। তুমিই আমার আজ এবং আগামীকাল। এই ‘কিছু না’ এর মানে হলো আমি জীবনের কাছে কিছুই চাই না, শুধু তোমাকে ছাড়া। আমি আমার জীবনের একটা মুহূর্তও তোমায় ছাড়া ভাবতে পারিনা। এই ‘কিছু না’ এর মানে হলো যদি কোনোদিন ঘুম থেকে জেগে দেখি তুমি আমায় ছেড়ে চলে গেছো, সেইদিন সেই মুহূর্তে আমার মরন হবে......
এই ‘কিছু না’ এর মানে হলো তোমায় অনেক ভালোবাসি, আমার পাশে থেকো সারাজীবন। মনে রেখো এই পৃথিবীর কাছে তুমি হয়তো কিছুই নও কিন্তু আমার কাছে তুমিই আমার একলা পৃথিবী। আমার বেঁচে থাকার একমাত্র কারণ, তোমায় পেয়ে হাসতে শিখেছি। তোমার কাছে কান্না শিখতে চাইনা......... ভালোবাসি অনেক বেশী।

তুমি জানো কি


তুমি জানো কি? তোমাকে কতোটা ভালোবাসি, কতোটা জড়িয়ে রাখি মনের গহিন কোনে? জানো কি কতোটা ভাবনা ভেবেছি তোমায় নিয়ে? কতোটা কষ্ট পুষে রাখি তোমাকে হারিয়ে? না, জানো না তুমি... জানতে চেয়ো না। জানলে হয়তো সহ্য করতে পারবে না। এই যন্ত্রণা তোমার জন্যে নয়, একান্তই আমার আমারি থাক। আর সুখগুলো আমার জন্যে নয়, একান্তই তোমার তোমারি থাক।

যখন খুব একা লাগবে


যখন নিজেকে খুব একা লাগবে, সন্ধ্যার বাতাসে নিজেকে খুব হতাশ লাগবে, দুঃসহ স্মৃতিগুলো কষ্ট দিবে, একা একা বিষণ্ণ মনে বেলকনিতে বসে থাকবে, যখন কিছুই ভালো লাগবেনা, তখন আমায় ডেকো একটিবার। আমি সব কিছু ফেলে চলে আসবো তোমার কাছে...... তবে, চিন্তা করোনা কোন কিছুই চাইবনা তোমার কাছে। শুধু নিঃস্বার্থ ভাবে ভালবেসে যাবো। 

Thursday, April 26, 2012

যখন মারা যাবো

আমি যখন মারা যাবো, তখনও আমার মনের সর্বস্ব দিয়ে শুধু তোমায় ভালবেসে যাবো। ওই দূর আকাশ থেকে শুধু তোমায় দেখে যাবো আর তোমার জন্য প্রার্থনা করবো। যখন দেখবো তুমি হাসছো বুঝে নেব আমাদের স্মৃতিগুলো মনে করে হাসছো। আর যখন দেখবো তুমি কাঁদছো বুঝে নেব আমায় কাছে না পাওয়ার যন্ত্রণা তোমায় পোড়াচ্ছে। মৃত্যুর পরের জগতেও আমার চিন্তা চেতনায় শুধু তুমিই রবে। যখনই তুমি আমায় ভাববে বুঝে নেব আমি কখনো কাউকে ভালোবাসা দিতে পেরেছিলাম। কিন্তু মনে একটা প্রশ্ন আসে, যখন আসলেই আমি মারা যাবো তুমি কি ভাববে আমার কথা? যে চোখ আমায় দেখে কখনও হেসেছে সেকি কখনও আমার কথা ভেবে কাঁদবে। তখন কি তোমার মনে পড়বে কখনও আমরা হাত ধরে সাগরের পাশে হেঁটেছি? মনে পড়বে একসাথে কতোযে ঘুরে বেড়িয়েছি? যখন আমি মারা যাবো তখনও কি আমায় এভাবেই ভালবাসবে? জানি জীবন কারো জন্য থেমে থাকে না। তোমার জীবনও জীবনের নিয়মে এগিয়ে যাবে।
আমি চাইনা তুমি আমায় ভেবে জীবনকে থামিয়ে রাখো। চাইনা আমার সমাধিতে যেয়ে একটি গোলাপ দিয়ে এসো, চাইনা আমার জন্য এতোটুকু অশ্রু ঝরাও। শুধু এটুকু চাই, কোন এক ভোরে ঘুম ভেঙ্গে আমায় মনে পরলে আকাশ পানে চেয়ে একটু হেসে বোলো “তোমাকে এখনও অনেক ভালোবাসি”।

নিঃসঙ্গ রাতের বুকে


নিঃসঙ্গ রাতের বুকে সবাই যখন ঘুমে নিশ্চুপ, একলা আমি হতাশার কাফনে জড়িয়ে হিসেব মিলাই জীবনের খাতায়। যার প্রতি পাতা জুড়ে আছে শুধু ভুলের সমীকরণ, পাওয়া না পাওয়ার দাঁড়িপাল্লায় না পাওয়াটাই পড়ে থাকে সীমাহীন এক শূন্যতায়। ঠিক যেন আমার মতো একলা একজন। বিষণ্ণতার কবরে শুয়ে আমি অপেক্ষায় থাকি, কখন ঘুম পাড়ানি মাসী-পিসী এসে জাদুর কাঠি বুলিয়ে দিবে। জীবন যুদ্ধে ক্লান্তি আমার দুচোখে। কখন তলিয়ে যাবো নিঃসীম অন্ধকারে, কখন আঁধারের কালো চাদর ঢেকে দিবে আমার সব ব্যর্থতা।

ছুঁয়ে দেখো


আমার হাতটা ছুঁয়ে দেখো ভালোবাসা খুঁজে পাবে যে তুমি। আমার কাছে আছে তোমার যে ছবি, এখনো তা দেখি আমি। চলে গেছো একা ফেলে বহুদূরে, আঁধারে নীরবে আলো জ্বেলে, ক্লান্ত হয়ে খুঁজি আমি, ক্লান্ত হয়ে দাঁড়িয়ে থাকি। দূরে ছুটে যাই একা নীরবে ভালবেসে, ছিঁড়ে যাওয়া ঘুড়িগুলো হারিয়ে যায় দূর আকাশে।

যে যত বেশী


যে যত বেশী ভালবাসতে জানে, সে তত বেশী কষ্ট সহ্য করতে পারে। সফলতা সর্বদা থাকেনা থাকে শুধু ভালোবাসার মানুষগুলো। আর মানুষ বড়ই আজব, সফলতার জন্য ভালোবাসার মানুষগুলোকে দূরে সরিয়ে দেয়। তারা জানেনা, ভালোবাসা ভালবাসে শুধুই তাকে যে ভালোবাসা ধরে রাখে।

Wednesday, April 25, 2012

আমি এক পা


আমি এক পা এগিয়ে দুই পা পিছিয়ে, পাইনি তোমার ওই মন।  জোনাকি খেলা করে যখন, রাতের আকাশে জোছনার আলোতে আমি একলা বসে অশ্রু বিসর্জন করি তখন। স্বার্থ ছিল না, আজো নাই, নিঃস্বার্থ আমার ওই ভালোবাসা। ফিরিয়ে দিয়েছ তুমি আমাকে না বুঝে, আমার চোখের ভাষা। তোমার ছবি আজ সঙ্গী আমার একাকী নিঃসঙ্গতার। অবুঝ তুমি কখনো চাওনি বুঝতে এই আমাকে, যতবার গিয়েছি তোমার কাছে ফিরিয়ে দিয়েছ তুমি নীরবে। যতবার ফিরে এসেছি ততবার আমি কেঁদেছি অঝোরে। যতবার বলেছি ভালোবাসি তোমাকে, ততবার অবহেলা পেয়েছি তোমার কাছ থেকে। যদি কখনো জানতে ইচ্ছে হয় ভালোবাসা কাকে বলে, তবে একবার এসে দেখে যাও আমার এই দুই চোখে। দেখবে কতো অবহেলিত ভালোবাসা জমা পড়ে আছে তোমার জন্যে।

আমি ক্লান্ত




আমি ক্লান্ত কষ্ট অনুভব করতে করতে, আমি ক্লান্ত কাঁদতে কাঁদতে, আমি ক্লান্ত একাকীত্ব অনুভব করতে করতে, আমি ক্লান্ত নিজেকে অযোগ্য ভাবতে ভাবতে, আমি ক্লান্ত একা থাকতে থাকতে, আমি ক্লান্ত এমন একটা জীবনের স্বপ্ন দেখতে দেখতে যা কখনো সত্য হবে না। আমি ক্লান্ত সব কিছু হারানোর ভয়ে, আমি ক্লান্ত আপন মানুষকে হারানোর ভয়ে। আমি ক্লান্ত স্মরণ করতে করতে, আমি ক্লান্ত ভাবতে ভাবতে যে কেন এইসব তুমি শেষ করে দাওনা, আমি ক্লান্ত তোমাকে ধরে রাখতে রাখতে, আমি ক্লান্ত মিথ্যে হাসি হাসতে হাসতে, আমি ক্লান্ত রাগকে নিজের মধ্যে সীমাবদ্ধ করতে করতে, আমি ক্লান্ত সাহায্য চাইতে চাইতে, আমি ক্লান্ত তোমাকে ভাবতে ভাবতে, আমি ক্লান্ত ক্লান্তি দূর করতে করতে।

Thursday, April 19, 2012

স্বপ্ন দেখি



একেকদিন স্বপ্ন দেখি একেক রকম। তাই বলে তুমি ভেবোনা আমি হাজার স্বপ্নের পিছনে ছুটছি। আমার স্বপ্নের মূল লক্ষ্য তো একটাই, তা হল “তোমাকে কখনও কষ্ট দেবোনা, আমার জীবনের শেষ সুখটুকু দিয়ে হলেও তোমার মুখে হাসি ফোটাবো”।
এখন তুমি হয়তো ভাবছ যে আমার এ তুমি তা আমার জন্য বিশেষ কেউ। কিন্তু তা নয়। আমি যে ভালোবাসি সবাইকে। আমার এ তুমির মাঝে লুকিয়ে আছে পৃথিবীর সবকটি মানুষ......।
তুমি হয়তো ঈর্ষা করবে... বলবে সবার সাথে আমায় তুলনা করলে তুমি? কিন্তু তোমার এই ধারণা তোমার কাছেই রেখে দাও... কারণ তুমি বুঝনি আমায়, আমার মনকে ছোট করেছো, তুমি এও জানো না যে আমি তোমায় খুব ভালোবাসি... ভালোবাসি... ভালোবাসি।   

হৃদয় ধ্বনি



বক্ষ পিঞ্জরের নীচের দিকে দুই ফুসফুসের মাঝখানে হৃদয় নামক ছোট্ট এক খুপরি খোলা আছে। ফোয়ারার মতন অপার ধারায় যেখানে রক্ত বয়ে চলে। ভালোবাসা নামক এক অবুঝ শিশু সেথায় জম্ম নিয়েছে। বড় আদর জতন আর সোহাগে হৃদয়ের কোলে বেড়ে উঠা তার। হৃদয় ধ্বনি হলে তার স্পন্দন হয়ে থাকা, আর স্পন্দন হলে তুমি......


জীবনের আশা

প্রত্যেকবার আমি যখনি জীবনের আশা ছেড়ে দেই, তখনি জীবন আমাকে একটা করে নতুন পথ দেখায়...... বেহায়া আমি, বাঁচার আশায় সেই পথ ধরেই এগুতে থাকি। আর নিয়তি ফের আমার সাথে সেই পুরনো খেলা শুরু করে। আজব.........

Monday, April 16, 2012

ভালোবাসা

ভালোবাসা একটি মানবিক অনুভুতি এবং আবেগকেন্দ্রিক একটি অভিজ্ঞতা। বিশেস কোন মানুষের জন্য স্নেহের শক্তিশালী বহিঃপ্রকাশ হচ্ছে ভালোবাসা। তবুও ভালবাসাকে বিভিন্ন দৃষ্টিকোণ থেকে ভাগ করা যায়। আবেগধর্মী ভালোবাসা সাধারণত গভীর হয়, বিশেস কারো সাথে নিজের সকল মানবীয় অনুভুতি ভাগ করে নেয়া, এমনকি শরীরের ব্যাপারটাও এই ধরণের ভালোবাসা থেকে পৃথক করা যায়না। ভালোবাসা বিভিন্ন রকম হতে পারে। আরও সঠিকভাবে বলতে গেলে, যে কোন ব্যক্তি বা বস্তুর প্রতি অতিরিক্ত স্নেহ প্রায় সময় খুবই আনন্দদায়ক হতে পারে। আর এই অতি আনন্দদায়ক অনুভূতিই হলো ভালোবাসা। ভালোবাসার সাধারণ এবং বিপরীত ধারণার তুলনা করে ভিন্ন দৃষ্টিকোণ থেকে ভালোবাসাকে জটিলভাবে বিচার করা যায়। ধনাত্মক অনুভুতির কথা বিবেচনা করে ভালোবাসাকে ঘৃণার বিপরীতে স্থান দেওয়া যায়। 

Saturday, April 14, 2012

জীবনের আঁধার

তোমার জীবনের আঁধার দূর করতে চেয়েছি আমি, হয়তো কোন আলো নই আমি, তবুও আলোকিত করতে চেয়েছি তোমার ভুবন... সপ্নে দেখা জোছনা রাত্রি, ... ধীরে ধীরে বদলে গেল কেমন অমাবস্যার রাত্রিতে... বদলে যাওয়া সময় এর মতন বদলে যাচ্ছি এই আমি, অপূর্ণতা কে পূর্ণ করতে গিয়ে, এ কেমন বিষণ্ণ আঁধারে ডুবে যাচ্ছি আমি......?

Wednesday, April 11, 2012

জীবন অনেক কিছু দিয়েছে


জীবন অনেক কিছু দিয়েছে, কখনো কেউ আমাকে ভালবেসে আগলে রেখেছে, কখনো সেই ভালোবাসা আমাকে নিঃশেষ করেছে। কেউবা তার প্রয়োজনে ব্যবহার করেছে, কখনো বন্ধুরা অনেক সুখ দিয়েছে। আবার তাদেরই কেউ আত্মহননের জন্য বাধ্য করেছে। কখনো ভালোবাসার মানুষের চোখে অবহেলা দেখেছি। কখনো কারো অসীম ভালবাসায় নতুন জীবন পেয়েছি। জীবনে অনেক কিছু দেখেছি, খুব প্রিয় মানুষের মৃত মুখ দেখেছি। কারো মুখে হাসি ফুটিয়েছি, তো কাউকে অনেক কষ্ট দিয়েছি। দেনা পাওনার হিসেব এখন আর মিলাইনা। চাওয়া পাওয়ার হিসেব কষতে সাহস হয়না। সব কিছুই হয়তো পেয়েছি জীবন থেকে, শুধু পাইনি খুঁজে আমার মাঝে লুকিয়ে থাকা এই আমিকে।

আমাকে পাল্টে দিয়েছে

আমাকে পাল্টে দিয়েছে ভালোবাসা, যেভাবে আমি ভাবতাম, যেভাবে আমি চলতাম, যেভাবে আমি সিন্ধান্ত নিতাম, সব পাল্টে দিয়েছে ভালোবাসা। এমনকি কখনও কখনও আমি আমার নীতির বিপক্ষেও চলে যেতাম।
ভালোবাসা মানে তো এই নয় যে আমি সবসময় থাকব সুখে। মাঝে মাঝে এই ভালবাসাই আমাকে দুঃখের অঢেল সাগরে ভাসিয়ে দিবে। হ্যাঁ আমি মানি আমি কখনও গভীর আবেগে অন্ধ ছিলাম, তাই হয়তো সত্যটি দেখেও অদেখা করতাম। তখন তোমার চলে যাওয়া আমাকে হাজার প্রশ্নে জর্জরিত করে। নরকের আগুনের মতো তোমায় হারানোর বেদনা আমায় দিনরাত পোড়ায়। কিন্তু খুব শীগ্রই আমি বুঝতে পারলাম, আমার ভালোবাসার মানুষটিকে আমার সাথে জোর করে রাখার চেয়ে অন্যের বুকে সুকে দেখলেই আমি আনন্দিত হয়তো।

অবহেলা

অবহেলা একটি সাধারণ শব্দ, কোন যুক্ত বর্ণ নেই, নেই কোন ঘোরানো পেঁচানো বর্ণ। কিন্তু এই অবহেলা যে মানুষের জন্য বিধাতা বরাদ্দ করে দেন, সেই মানুষ ঠিক এতো সহজে এই শব্দটিকে পুঁজি করে জীবনের বেঁচে থাকাটিকে উপভোগ করতে পারে না।
এই আমি বারবার নিজেকে অবহেলিত হতে দেখেছি। বারবার নিজেকে কুড়িয়ে পেয়েছি আস্তাকুঁড়ে। তবুও মেনে নিতে চেয়েছি একদিন হয়তো নিজেকে দাঁড় করাতে পারবো নিজের মতো করে। বিধাতা হয়তো আমার এই ভাবনাকে পুঁজি করে আড়ালে হেসেছিলেন বড় নিষ্ঠুর হাসি।
অবহেলিত হতে হতে একসময় সহনীয় হয়ে যাওয়ার কথা হয়তো হয়েও গিয়েছিলো। কিন্তু আজ এই পড়ন্ত বেলায় জীবনের সঞ্চয় খুঁজতে গিয়ে নিজেকে নিঃস্ব হাতে আবিস্কারের কষ্ট আমাকে দুমরে ফেলে নতুন অবহেলায়......

Monday, April 9, 2012

সকাল রাত


এমন অনেক সকাল আছে যে সকালে সূর্য ঢাকা পড়ে মেঘের আড়ালে, পাখিরা ডাকেনা, রোদের হাসি শিশিরের অশ্রুকে মুছে দেয়না... এমন অনেক রাত আছে যে রাতে চাঁদে গ্রহণ লাগে, জোনাকিরা অভিমান করে... তারারা লুকিয়ে থাকে। কিন্তু এমন কোন সকাল এখনো আসেনি যে সকাল তোমাকে পাওয়ার কামনা ছাড়া শুরু হয়েছে, আর এমন কোন রাতেরও সমাপ্তি ঘটেনি “তোমাকে ভালোবাসি” না বলে...... 

আত্মার শান্তিদান


হে সৃষ্টিকর্তা, তোমার ক্ষমাদানের শিক্ষানুসারে আমি তাদের সকলকে ক্ষমা করে দিই,
যারা আমার ক্ষতি করেছে বা আমার যা ক্ষতি হয়েছে, সে সম্পর্কে হয়তো আমি
সচেতন বা অচেতন তবু আমি তাদের সকলকে ক্ষমা করে দিই। তারা ইচ্ছে করে
ক্ষতি করুক বা নাই করুক তবু আমি তাদের সকলকে ক্ষমা করে দিই।
সর্বশক্তিমানের নামে আমার বিরুদ্ধে অন্যায় করার ফলে তাদের অন্তরে যে ক্ষতের
সৃষ্টি হয়েছে তা থেকে তারা সুস্থতা লাভ করুক বা তাদের জীবনে যে গভীর বন্ধনের
সৃষ্টি হয়েছে কোনরকম শর্ত ছাড়াই সে বন্ধন থেকে তারা মুক্তি লাভ করুক।
হে সৃষ্টিকর্তা তোমায় অনুনয় করি, তোমার গভীর ভালোবাসা, মঙ্গল ও আশীর্বাদের
ধারা এখনো সর্বকালের জন্য বর্ষিত হোক।  

কেমন আছো ‘তুমি’

কেমন আছো ‘তুমি’? ভালো আছো হয়তো আর তোমারতো ভালো
থাকারই কথা। কারন তোমার বোনরা যেখানে আছে সেখানে তোমার
ভালোতো থাকাই উচিত। একের পর এক নতুন নতুন পুরুষের জোগান
দিচ্ছে, পরিচয় করিয়ে দিচ্ছে। তুমিও সেই পুরুষদের সাথে অবলীলায়
কথা বলছো, নিজের তথ্য আদান প্রদান করেছো। পুরুষবিদ্ধেসি হয়েও
নিজের সব নিতি, আদর্শ জলাঞ্জলি দিয়ে খুব সুচতুরতার সাথে তাদের
সাথে যোগাযোগ করেছো। আর তাই অফিস থেকে ফিরে আসা মাত্রই
কল করেছিলে। যখন তোমার গোপনীয়তা ফাঁস হয়ে যায় তখন তোমার
নগ্ন রুপ বের হয়ে আসে। 

ভালোবাসার মানুষ


ভালোবাসার মানুষ সেই, যাকে তুমি দীর্ঘ সময় ধরে চেনো।
অথবা...... যে তোমার জীবনে প্রথম এসেছিলো।
অথবা...... যে সবচেয়ে বেশী তোমার খেয়াল রাখে।
ভালোবাসার মানুষ হলো সেই, যে কখনো তোমায় ছেড়ে যাবেনা,
যে এসেছিলো, আছে এবং থাকবে সারাজীবন। 

Saturday, April 7, 2012

মেঘ হতে চেয়েছিলাম

রোদ্দুরে পুড়বে ভেবেই মেঘ হতে চেয়েছিলাম, এতোটুকু ছায়া দিতে পারিনি, বাষ্প
হয়েই উবে গেলাম। বৃষ্টিতে ভিজবে বলেই বর্ষাতি হতে চেয়েছিলাম, তবু তুমি ভিজলে,
আমি বর্ষা হয়েই ভেসে গেলাম। একদিন কাছে টানবে বলেই একটু দূরে
ছিলাম, মনের দেওয়াল টপকাতে পারিনি তাই দুরেই রয়ে গেলাম। রোদ,
বৃষ্টি, বাষ্প, বর্ষাতি আজও কিছুই বদলায়নি, কিন্তু তুমি বদলে গেছো।
তুমি বদলে যাও তা কখনো চাইনি। 

Friday, April 6, 2012

তোমাকেই চিনি

তোমাকেই চিনি সকাল দুপুর সাজে তোমারই উপস্থিতি টের পাই, আমার হাহাকারাচ্ছন্ন হৃদয়ের মাঝে।
তোমারই ভাবনায় বিভোর হই প্রতিটি ক্ষণ, তোমাকেই চাই জীবনে, তোমাকেই বুঝে মন
তোমাকে ভাবলে বুকে লাগে কেমন কেমন, না জানি তোমাতে কি আছে?
জানিনা না কেন এমন হয়, তোমার কি হয় তেমন??
ভালবাসাবাসির দিনে বড় অসহায় যেন তুমি বিনে, জান... এসো হাতে হাত ধরি,
তুমি বিশ্বাস রেখো আমার থেকো ওগো মায়াবিনী, আজীবন ধরে আমি যেন তোমাকেই চিনি।
আমি ভালোবাসি, বিশ্বাস করি তোমাকে, তুমি মনে রেখো এই আমাকে।



একটা ছেলে এবং একটা মেয়ে

একদিন একটা ছেলে এবং একটা মেয়ে সিনেমা দেখে বাড়ি ফিরছিল। ছেলেটি গাড়ি চালাচ্ছিল। মেয়েটিকে নীরব বসে থাকতে দেখে সে আন্দাজ করতে পেরেছিল কিছু হয়েছে। মেয়েটি তখন সেই নীরবতা ভেঙ্গে বলল " আমি এখন আর তোমাকে ভালোবাসি না।। আমি অনেক ভেবে দেখেছি আমাদের আলাদা হয়ে যাওয়াই উচিত হবে। "

কথাটি শুনে ছেলেটি চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পরল, এবং সে পকেট থেকে একটা চিরকুট বের করে মেয়েটিকে দিল। ঠিক তখনি একটা ট্রাক তার নিয়ন্ত্রণ হারা...নোর ফলে গাড়িটির দিকে ছুটে আসতে লাগলো। ছেলেটি ট্রাকটিকে তাদের দিকে আসতে দেখে হঠাৎ গাড়িটি ঘুরিয়ে নিল, যার ফলে ট্রাকটি সোজা চালকের বসার স্থানটিতে আঘাত করল। ছেলেটি তার ভালোবাসার মানুষটিকে বাঁচানোর একটা ক্ষীণ চেষ্টা করল। হয়ত তার এই চেষ্টায় সৃষ্টিকর্তাও মুগ্ধ হয়ে গেলেন। তাইতো আশ্চর্যভাবে মেয়েটি বেঁচে গেলো এত ভয়াবহ দুর্ঘটনার পরও। মেয়েটি অবাক বিস্ময়ে ছেলেটির রক্তাক্ত মৃতদেহটির পাশে বসে ছেলেটির দেয়া চিরকুটটি পড়ল। তাতে লেখা ছিল -
........."তোমার ভালোবাসা ছাড়া আমি বাঁচব না।".........

Thursday, April 5, 2012

দুটো প্রজাপতি



দুটো প্রজাপতি একে অপরকে ভালোবেসে ফেলে। 

তারা খুব সুখেই তাদের জীবন কাটাতে থাকে।

একদিন এক বসন্তের দুপুরে পরন্ত রোদের সাথে খেলা করতে করতে, ছেলে প্রজাপতিটি মেয়ে প্রজাপতিটিকে প্রশ্ন করে যে, 
... তুমি আমায় কতটা ভালোবাসো?

মেয়ে প্রজাপতিটি বলে অনেক বেশি। ভালবাসার যে সংজ্ঞা সবাই জানে তারচেয়েও
অনেক বেশি ভালবাসি আমি তোমায়।

তখন ছেলে প্রজাপতিটি বলে ঠিক আছে তাহলে একটা শর্ত ধরা যাক।
একটি নির্দিষ্ট ফুল দেখিয়ে ছেলে প্রজাপতিটি বলে, কাল সকালে আমাদের দুজনের মাঝে প্রথম যে, এই ফুলটির উপরে বসবে তার ভালবাসা সবচেয়ে বেশি। মেয়ে প্রজাপতিটি মেনে নেয় এবং অরা দুজন ওখান থেকে চলে যাই।
পরদিন ভোর হবার আগেই ছেলে প্রজাপতিটি ওই ফুলটির কাছে চলে যায়
এবং ফুলটির খোলার অপেক্ষায় বসে থাকে। কিছুক্ষন পর যখন ফুলটি খুলে যায় দেখে তার মাঝে তার প্রেমিকা প্রজাপতিটি মরে পড়ে আছে। সে কাঁদতে কাঁদতে ফুলকে জিজ্ঞেসা করে যে কি হয়েছে তার প্রেমিকার।ফুলটি বলে তোমাকে সে বেশি ভালবাসে তার প্রমান দিতে সে রাতেই এসে বসেছিল আমার উপর।
এবং প্রকৃতির নিয়ম অনুযায়ী আমি বন্ধ হয়ে গেলে ও শ্বাস কষ্টে আমার ভেতরে শেষ নিঃশ্বাস ত্যাগ করে।এরপর থেকে ছেলে প্রজাপতিটি প্রতিদিন ভোরে সেই ফুলগাছটির কাছে বসে থাকে এবং তার ভালবাসার প্রজাপতিটিকে মনে করে কাঁদে।

ভালবাসাকে শ্রদ্ধা

যারা ভালবাসাকে শ্রদ্ধা করে
তারা কখনো সত্যিকারের ভালোবাসা পায়না!!
আর
যারা মনে করে ভালোবাসা হচ্ছে টাইম পাস
তারা সত্যিকারের ভালোবাসা পায়, কিন্তু তারা সেটা শ্রদ্ধা করেনা, 
... আজব হলেও সত্য !!

ভুলটা কি


আমার প্রতিটা হাসির মাঝে আমার কান্না লুকিয়ে থাকে। তোমাকে না পাওয়ার কান্না, তুমি হয়তো ভালোই আছো, সুখেই আছো, কারো সাথে নিজের সুখের গল্প করছো। কিন্তু আমি আজো একা, কেন এমন হলো? আমিতো সবসময় তোমার পাশে ছিলাম, তোমার সাথেই ছিলাম। তবে আজ কেন আমি এতোটা একা? আমায় ছেড়ে তো তুমি চলে গিয়েছো, আমার সাথে এমন কেন হলো? কেন সব ব্যাথা আমায় সইতে হচ্ছে? আমি এখন ভাবি ভুলটা কোথায় ছিলো? কি কমতি ছিলো আমার ভালোবাসায়? কিছুতো ভুল ছিলো, কিন্তু সেই ভুলটা কি? একবার বলে যাও এসে কেন এইভাবে আমাকে নিঃস্ব করে তুমি চলে গেলে?

Tuesday, April 3, 2012

তুমি নেই


তুমি নেই
জানি তুমি ফিরে আসবেনা কখনো,
হইতো অনেক কষ্টের মাঝে পাবোনা তোমার সান্তনা,
তোমার হাসিতে লুকানো থাকবেনা_ খুব গোপনে লালন করা আমার কষ্ট গুলো,

... ... তবু আমি জানি,
আমি তোমাকে ভালোবেসে যাব ,
কারন তুমি না থাকলেও........
তোমার ভালবাসা আমার সাথে থাকবে
প্রতিটি মুহূর্ত, প্রতিতি সময়...... 

ভালবাসা এমন

ভালবাসা এমন, একটুখানি ছোঁয়ার জন্য কেঁদে ফিরে মন। 
দূরে থেকেও বুকের মাঝে থাকে সারাক্ষণ।
ভালবাসাটাই যে এমন। ... হাতে রেখে হাত, চোখে রেখে চোখ, 
হৃদয় গহীনে অজানা এক সুখ।
তনু মন শুধু তারে বাহুডোরে চায়, ডুবে যেতে চায় মাতাল প্রেমের নেশায়। 
শতজনের মাঝে সে এক প্রিয় আপনজন।

ভালবাসাটাই যে এমন। হৃদয়ের মাঝে বাঁধে হৃদয়ের বাসা, 
অকাতরে বিলিয়ে দেয় সকল অভিলাষা।
আসে যত তুফান, আসে যত ঝড়,  রুখে সে সকল বাধা, থাকে সে অনড়। 
দুঃখের অনলেও সুখ খুঁজে পায় সে জন।

ভালবাসাটাই যে এমন.....

কেমন আছো তুমি?

কেমন আছো তুমি? নিশ্চয়ই ভালো! এখনও কি মনে পড়ে আমায়?
তুমি নেই তাতে কি,
আমার কাছে এখনো বেঁচে থাকার মানে হল প্রতিটি মুহুর্ত তোমার স্মৃতির কাছেই ফিরে আসা..
কখনো তোমায় ভেবে,
কখনো অন্য কারো চোখের নিরন্তর ছায়াপথে ভেসে আসা ভালবাসায়।
মনে পড়ে, কত্ত স্বপ্ন ছিল তোমার আমার?  কিছুতেই কিছু হল না.. 
কি সব দিন যে ছিল তখন।
মনে হত, প্রত্যেকটা দিন ভোরের প্রথম আলো ছড়াতো  তোমায় দেখবো বলে। 
রৌদ্র দিনের শেষেমেঘ করে যেত বৃষ্টিকণা যত তোমায় ছুঁয়ে যাবে বলে।
খুব ভাল লাগতো গোধূলির আলো,
সে তো তোমার চোঁখের পাতায় জল মুছে দিত বলেই।
তুমি যে কখনো এভাবে চলে যেতে পারবে, কেই বা ভেবেছিল বল?
কিছু করার ছিল না সেদিন, কেবলি নিজের ছায়ার মত আঁধার ভাগ্য কে দোষ দেওয়া ছাড়া।
জানো, ওইদিন সমূদ্র গিয়েছিলাম। খুব বেশিক্ষণ একা থাকতে পারিনি,
বারেবার মনে পড়ে যাচ্ছিল-
কথা ছিল আঙ্গুলের ফাঁকে থাকবে তুমি..
পৃথিবী বদলে চলেছে প্রতি নিয়ত,
তবুও হৃদয় জুড়ে কোমল আদরে কেবলি তোমার ছাঁয়া।
ভাল থেকো তুমি, ভালবাসা নিও।

যদি ভুল করে

যদি ভুল করে ভুলে যাওয়া যেত !!
তবে ভুলে যেতাম তোমায় ।। 

যদি অভিমান করে দূরে যাওয়া যেত !!
তবে ছেড়ে যেতাম তোমায় ।।

যদি ইচ্ছের জোড়ে ঘৃনা করা যেত !!
তবে ঘৃনা করতাম তোমায় ।।
যদি চোখের জলে সব দুঃখ ধূয়ে যেত !!
তবে সাগর সৃষ্টি করতাম ।।
ইশঃ যদি একটু কাছে আসা যেত !!
তবে ভালবাসতে বাসতে কাছে আসতাম ।।

যদি এই পৃথিবী ছেড়ে যাই

আমি যদি এই পৃথিবী ছেড়ে চলে যাই, তুমি হয়তো সেদিন আমাকে ভুলে যাবে। কিন্তু ঐ আকাশের তারাগুলো আমাকে মনে রাখবে। কারণ, তারাগুলো আমার বন্ধু। ঐ তারা গুলো দেখেছে আমার চোখের জল, আমার বুকের আর্তনাদ। তুমি হৃদয় দিয়ে প্রশ্ন করো তারাগুলোকে, তারা গুলো বলবে, 'আমি তোমাকে কতটুকু ভালবাসতাম'।

Monday, April 2, 2012

ভাল ভাসাতে পার

তুমি কিভাবে এতো ভালভাসাতে পারো, তা আমি জানিনা। তবে আমি তোমার ভালোবাসাকে ভালবেসেছি।
তুমি কিভাবে এতো কাছে আসতে পারো, তা আমি জানিনা তবে তোমার এ কাছে আসাকে আঁকড়ে ধরে
তোমার আরও কাছে এসেছি।
তোমার ভালোবাসার কল্পনা রাজ্যে যেখানে শেষ হয়,
আমার ভালোবাসার সাম্রাজ্য সেখানে শুরু হয়।

Sunday, April 1, 2012

কারো হতে পারিনা


তোমার সাথে আমার এতোকিছু, এতো কথা, এতো হাসি, এতো আনন্দ, এতো সুখময় মুহূর্ত কেটেছে। যা কিছু আমি পেয়েছি দিনের পর দিন বিনিময়ে নিজেকেই শুধু দিতে পেরেছি। তাই এই মন আর কাউকে দেওয়া আমার পক্ষে সম্ভব না কোনভাবেই। আর তাই এই আমি যে অন্য কারো হতে পারি না। অন্য কারো কাছ থেকে যতই পাইনা কেন সেই পাওয়াতে আমার মন ভরবে না। এটা কিভাবে সম্ভব বলো যা কিছু আমি তোমার সাথে ভাগ করেছি অন্যের সাথে তা করা। পারবো না  আমি নিজেকে parvart বানাতে।  আমি তোমাকে ভালোবেসে যাবো। তুমিও বাসবে জানি, হয়তো আমাকে নয়। কিন্তু তাতে কি??? আমার যেটুকু ভালোবাসা বাকি রয়েছে না হয় তোমাকেই দিলাম। সবসময় ভাবতাম তোমারও সব সত্তা জুড়ে শুধু আমিই ছিলাম। আমি যে তখন কত্তবড়ো ভুলে ছিলাম তা এখন বুঝতে পারছি। তুমি হতে পেরেছো অন্যের কিন্তু এই দেহে যতদিন প্রাণ থাকবে ততদিন আমি আর কারো হতে পারিনা, পারবো না।