irregular due to unavoidable circumstances of my own, hope will be back and continue soon.............. have patients for a while.

Friday, January 27, 2012

জীবনের সার্থকতা

জীবনের অর্থ বা সার্থকতা কি এবং কোথায়? নিজেকে সুন্দর, সুশিক্ষিত হিসেবে গড়ে তোলা। সুস্থ স্বাভাবিক দিন কাটানো, দেশ ও দশের জন্য কিছু করা। সৃষ্টিকর্তাকে খুশি করা, বংশের নাম রক্ষা করা। এইটাতো স্বাভাবিক জীবনের বিবরণ। কারো কারো হয়তো আরও বেশী কষ্ট হয় বা আরও বেশী আনন্দ হয়। আবার ব্যাতিক্রমও হয়।
কিন্তু যদি জীবনের এই দীর্ঘ পথচলা হয় ভালোবাসার মানুষটির সাথে? যদি এমন কাউকে কপালে লিখে নেওয়া যায় যাকে আমি খুব বেশী ভালবাসি কিংবা সেও আমাকে বেশী ভালোবসে। যদি নির্দ্বিধায় বা নির্বিঘ্নে সেই মানুষটির সুখ দুঃখের সাথি হতে পারতাম। আশে পাশের মানুষরা কে কি বলল না বলল, কার সম্মানে লাগবে কা লাগবেনা, যদি এসবের চিন্তা না থাকতো।
ইশশ... সত্যিই জীবনটা সারথক হতো। 

ভালোবাসার আসল রঙ

অনেক রঙ ভালবাসার, কল্পনার সব রঙ একসাথে মিলেমিশে সে গড়ে তোলে স্নিগ্ধতায় ভরা এক স্বপ্নিল পৃথিবী। এক স্বপ্নালু জগতের আবেশি রোশনাই যেন ঘুরে ফিরে মনের বদ্ধদুয়ার গুলোকে ভেঙ্গে দিয়ে। দেহের প্রতিটি শিরা উপশিরার প্রবাহের সমস্থ অধিকার যেন নিমিষেই কেড়ে নেয় সেই আবেগি অনুভুতির জলন্ত প্রভা। মন চায় শুধুই ভালবাসতে, ভালবাসার সেই পাগল করা সুখের জলস্রোত ভাসিয়ে নিয়ে যায় একুল আর দুকূল। বয়ে নিয়ে যায় অনন্ত আছন্নতার নিবিড় সুখভাবনায় জাদুকরের মতো চোখ ধাঁধানো ভেল্কিবাজিতে মনকে বেধে রাখে সময়ের অস্পষ্ট স্রোতের মায়ায়। ভালোবাসার তোড়ে হারানো হৃদয় সবসময় খুঁজে ফেরে আলোকিত উষ্ণ আবেশ। মন যেন হারিয়েই খুঁজে পায় সুখ, হারানোর মাঝেই সে খুঁজে পায় সুখের আদল। হারায় সে মুক্ত আকাশের নিচে, মৃদুমন্দ খোলা হাওয়ায়,  রাতের আকাশে ফুটে থাকা আলোকিত তারাগুলোর মাঝে। কোন এক সুদুর অচিনপুরে মন হারিয়ে যায়, চারপাশটাকে মুহূর্তে ভুলে গিয়ে নিজের একান্তে পাওয়া জগতটাকে আপনার করে নিতে চায়। সুখের অনাবিল স্রোতে মাতিয়ে রাখার সবটুকুই যেন তার জীবনের আরাধ্য প্রাপ্তি। তবে ভালোবাসার রঙ্গিন আলোর পাশেই যেন আছে রঙহীন কাল অন্ধকারও। তার জলন্ত চিমনিতে পোড়ায় তার জীবনের গভীর ক্ষত। পুড়িয়ে দেয় ভালবাসার স্রোতে ভাসতে থাকা অরক্ষিত ভালবাসার তুমুল আবেগ। পোড়ায় ভালবাসার রক্তপরশ, তবু ভালোবাসে মন। তবু ভুলে যায় মন আগুনের পরা ক্ষত। ভালোবাসার স্রোতে হারানো হৃদয় যেন ব্যাথার স্রোতে নিজেকে আবার হারাতে শেখায়, তবু হারিয়ে যায়না অনন্ত বিস্মৃতিতে। তবু আঁকড়ে ধরে স্মৃতির পাহাড়,  তবু ভালোবাসে, ভুলকরে, ভুলভাবে ভালবাসে অনন্ত না পাওয়ার জলন্ত ক্ষতকে। 

Thursday, January 26, 2012

একটা ব্যাথা

বুকের ডানপাশে একটা ব্যাথা আছে আমার, মাঝে মাঝে ব্যাথাটা খুব হিংস্র হয়ে উঠে। বারবার আমাকে মনে করিয়ে দেয় তার অস্তিত্ব। তার অবিরাম পদচারনায় আমি বেশ কাহিল হয়ে পড়ি। ঠিক এভাবে বুকের বামপাশের ব্যাথাটা তো যন্ত্রণা করেনা, তবু এই ব্যাথাটা সবসময় আমার পাশে থাকে। যেন আমার বুকের ডানপাশেই তার বসতি। আমার কর্মব্যস্ততা আর চঞ্চল জীবনে ক্ষণিকের জন্য হলেও নীরবতা এনে সে জানিয়ে দেয় - আমারও কষ্ট আছে অসীম। একে আমি কোনদিন ভুলতে পারিনা। এই ব্যাথাটা আমাকে কাহিল করেনা, শয্যাশায়ীও করেনা। তবুও এটা অনেক বেশী সচল আর মারাত্তক।  

Wednesday, January 25, 2012

এস এম এস

হয়তো তুমি বিরক্ত হতে খুবই যখন প্রতি ঘণ্টায় প্রতিদিন পাঠানো এসএম এস এ। যাতে লিখা থাকতো i love you, i miss u. একদিন রাতে হয়তো তেমনি একটি এস এম এস পাঠাবো যেটা তুমি না পড়েই ঘুমিয়ে পরবে। পরদিন তুমি একটা কল পাবে যেটা আমার পরিচিত কেউ করবে। যে তোমাকে বলবে আমি কাল ভোর বেলা রোড এক্সিডেন্টে মারা গেছি। কিছুক্ষন পর তুমি মোবাইল ফোনে কাল রাতে পাওয়া মেসেজটি দেখবে, যাতে লেখা থাকবে- dear, please come infront of your house, i met with an accident and its my last wish to see you plz. 

সবচেয়ে আপন

অনেকদিন তোমার সাথে ভালো করে একটু কথা হয়না, তাই ভাবছি আজ নিজে নিজেই বলবো, লিখবো আর কাঁদবো। তোকে ভীষণ ভালবাসি কিন্তু বুঝাতে পারিনা সঠিকভাবে। আমার মায়ের পরে যে মানুষটি আমার সবচাইতে আপনজন, সেই আপনজনটি হচ্ছিস তুই। জানিসতো? আমি না তোর ভালোবাসায় পূর্ণতা পেয়েছি! আমায় এমন করে কেন ভালবাসলিরে তুই? কতো কেয়ার নেস তুই আমার! আমি আসলেই অনেক ভাগ্যবান এক মানুষ যে তোর মন জয় করতে পেরেছি। ও আমার সুখ-দুঃখের সাথী ভালো থাকিস। যেখানেই থাকিস সবসময় আমাকে তোর অন্তরে রাখিস। বল বলনা তুই রাখবিতো আমায়? হু এই যে আমি তোর জন্য কাঁদছি আবার হাসছি ! এটাই আমার সুখ, এটাই হচ্ছে আমার ভালোবাসা।  

Tuesday, January 24, 2012

কেন এতোটা ভালবাসি ?



কেন তোকে এতোটা ভালবাসি, কেন তোকে নিয়ে ভেবে হারিয়ে যাই অনেকদূর ! কেন এতো টান! ভালোবাসা কেন এমন হয়! মাঝে মাঝে খুব অবাক হই, এতো দূরে থাকিস তুই তবু তোর প্রতি কেন, কিসের এতো টান ! ও আমার ভালোবাসা, বলনারে আমাকে বলে দেনা রে। তোর ছবি যখন দেখি কখন যে চোখের কোনে জল এসে জমে যায় টেরই পাইনা। ভালবাসি তোকে অনেক অনেক বেশী, ওরে আমার ময়না পাখি। যাস না কভু আমার এই মনের খাঁচা ছেড়ে। তোকে ছেড়ে কেমন করে থাকি আমি দূরে। 

এতো এতো দূরে থাকি


এতো এতো দূরে থাকি আমরা তবু মনের তানেই যেন প্রতি রাতে ছুটে যাই তোমার কাছে। এতো এতো দূরে থাকো তবু বাতাসের পরশে যেন তোমার ছোঁয়া পাই। ভালোবাসি ভালোবাসি, ভালবাসবো সবসময়। 

Wednesday, January 18, 2012

নির্ঘুম রাতে

নির্ঘুম নির্জন রাতে ভেবে যাই তোমায়, জানি হয়তো ভাবছোনা তুমি আমায়। রাতের নির্জনতার সাথে তোমার কথা বলি, তাকে বুঝিয়ে যাই কখনো যেন তোমায় না ছোঁয়। তোমার জীবনের রঙ্গিন সূর্যটাকে যেন বিলীন করে না দেয়। তাকে বলি রাতের আঁধারের সব কষ্টগুলো আমায় দিও, ভুল করেও আমার আদরিকে, আমার পুতুলটাকে ছুঁতে যেওনা কখনো। জানি সে আমার কথা কভু ফেলবেনা, কারন তার সাথে আমার দীর্ঘদিনের পুরনো বন্ধুত্ব।  

কথা ছিল

কথা ছিল একে অন্যের পাশে এসে দাঁড়াবো সবসময় যে কোন পরিস্থিতিতে, সুখ কিংবা দুঃখ যেটাই হোক। হোক সে কষ্ট পাহাড় সমান দুজনে এক হয়ে জয় করবো। প্রবাহমান নদীর স্রোতের মতো দেখতে দেখতে সম্পর্কটা অনেক দূর এগিয়ে গিয়েছিলো, কিন্তু কোন এক বাঁকে গিয়ে আটকে যাবে কখনো ভাবিনি। ভাবতে আমায় ঠিকই হোল তবে তখন অনেক দেরি হয়ে গেছে, আটকে গিয়ে পানির ধারা তখন অন্য খাতে প্রবাহিত।   তবু অবুঝের মতো বার বার না পাওয়ার হিসেব করতে যাই। 

যখন তুমি

যখন তুমি আমায় ভালোবাসো অনেক কষ্ট দেই তখন আমি। যখন তুমি কষ্ট পাও ঘৃণা করো আমাকে, যখন ঘৃণা করো তখন আমাকে ভুলে যাওয়ার চেষ্টা করো। যখন ভুলে যেতে চেষ্টা করো তখন ভীষণ মিস করা শুরু করো আমাকে। যখন অনেক বেশি মিস করো তখন আবার প্রেমে পরো আমার, যখন প্রেমে পরো তখন আবার ভীষণ ভালোবাসো আমাকে। 

বর্ণহীন জীবন

বর্ণহীন এই জীবনে আজ আমি বড় একা বুকে নিয়ে তোমার দেয়া সেই গভীর ক্ষত বিক্ষত আমার এই মন, ননিদ্রাহীন আমার দুচোখ আমি থেমে আছি তোমার স্মৃতিগুলো আঁকড়ে। কিন্তু সময় বয়ে চলেছে তার নিজস্ব নিয়মে নিজস্ব কক্ষপথে। বক্রতা শুধু ধরে রেখেছে আমায়, আমার ছন্দপতনতো হয়েছে সেই কবে, দুঃখটাকে চাপা দেওয়ার হাজার চেষ্টা করেও আমি ব্যর্থ। আজ আমি নির্বাক, ক্রমশ মৃত্যুর সাথে বন্ধুত্বটা হয়েই যাচ্ছে। মনে হয় সে আমাকে এখন ভালবাসে, ও যে আমাকে বড্ড কাছে টানে। 

Tuesday, January 17, 2012

বলেছিলে ভালোবাসি

তুমি বলেছিলে একবার ভালোবাসি আমি বলেছিলাম হাজারবার ভালোবাসি। তুমি বলছিলে আমাকে ভুলবেনা, আমি বলেছিলাম মানুষ স্বপ্ন দেখতে ভুলবে কিন্তু আমি তোমাকে ভুলবোনা। তুমি জানতে চেয়েছিলে কতোটা ভালোবাসি? আমি বলেছিলাম দেখাতে পারবোনা। তুমি বলেছিলে আমাকে নিয়ে স্বপ্ন দেখো আমি বলেছিলাম তোমাকে নিয়ে স্বপ্ন সাজাই। তুমি বলেছিলে আমাকে নিয়ে ভাবো, আমি বলেছিলাম আমি তোমাকে নিয়ে ভাবনাতে হারাই। 

ভালোবাসা

ভালোবাসা হচ্ছে এক ধরণের মায়া, যেখানে এক পুরুষ এক নারীকে অন্য সব নারীদের থেকে আলাদা করে দেখে আবার তেমনি এক নারী এক পুরুষকে অন্য সব পুরুষ থেকে আলাদা করে দেখে। 

অপূর্ণতা

তোমার সাথে পরিচয়ের আগে ভালবাসাটাকে অপশানাল সাবজেক্ট মনে হতো , তোমাকে পেয়ে কিভাবে যেন সেটাই মেইন সাবজেক্ট হয়ে গেলো টেরই পেলামনা। আমাকে কখনো কষ্ট পেতে দাওনি তাইতো আজ এতো ব্যাকুলতা। জানইতো আমি কখনো একা একা ডিসিশন নিতে পারিনি আজ এই জায়গাতে তোমার শুন্যতা আমার ভিতরে বড় বেশি হাহাকার তোলে, হটাৎ যখন দুঃস্বপ্ন দেখে ঘুম ভাঙ্গে তখন তোমাকে আর ফোন করতে পারিনা, পারিনা বলতে আমার খারাপ লাগছে তুমি একটু জড়িয়ে ধরো আমাকে।
অনেক মন খারাপ হয় যখন ভাবি আমার ভালবাসাকে আমি হারিয়ে ফেলেছি, তখন নিজেকে আর সামলাতে পারিনা। মাঝে মাঝে কি মনে হয় জানো? আমার এই অসীম ধৈর্যের বাঁধ ভেঙ্গে তোমার কাছে চলে যাই।
সেদিনের সেই ঘটনার পর থেকে প্রতিদিন তোমাকে একটি করে চিঠি লিখি। নিজেকে আমার আজ চিনতে বড় কষ্ট হয়। 

Peaceful Love


There is peace in my soul
For such a long awaited time
There is love in my life
A love of melody and rhyme.
Once you took hold of my heart
I knew no other could have reached
 
As whispered fate took my hand
To levels only you could reach.
You in my life
Will live eternally
I knew the first night we met
You were meant for me.