irregular due to unavoidable circumstances of my own, hope will be back and continue soon.............. have patients for a while.

Thursday, March 21, 2013

আমি দেখেছিলাম


আমি দেখেছিলাম......
আজব একটা স্বপ্ন- যা বাস্তব হবার নয়...
একটা মনকে ভালোবেসেছিলাম
সেটাও হারিয়ে গেছে......
নির্বাক পথে আজও খুজি তার চেনা মুখ...
নিকষ কালো আঁধারে খুঁজে বেড়াই তার হারানো স্মৃতি...
আঁধারটাকে এখন আমার বড়ো আপন মনে হয়
দুঃখই আমার সাথী হয়ে গেলো
সেটা নিয়েই বেঁচে আছি
নিজের মনকে নিজেই সান্ত্বনা দেই......
এই বলে... নিঃস্বার্থভাবে কাউকে ভালোবাসলে
বিনিময়ে কষ্টই পেতে হয়......
হাজারো কষ্ট আর যন্ত্রণা পেলেও
তাকে ছেড়ে কেমন করে থাকি আমি দূরে,
ভালো থাকুক আমার ভালোবাসা।

Wednesday, March 20, 2013

ফেরারি আনমনে


ইচ্ছেগুলো থাক না মনে
খুঁজে চলেছি তোমার ফেরারি আনমনে...
স্বপ্নগুলো আজ হলো অজানা
তোমার স্মৃতি ভুলতে পারি না...
আমায় ছাড়া আছো কেমন
জানতে বড্ড ইচ্ছে করে...
এই সুযোগে দুঃখের অশ্রুগুলো
মনের মাঝে কড়া নাড়ে...
চলছে জীবন, করে না দুঃখ হরণ
আপন আমি তুমি বিহীন,
ভালোবাসায় বন্দি রাখবো তোমায় এভাবেই চিরদিন...
সব সময় ভালো থেকো করি কামনা...
যে ভালো থাকার জন্য তোমার চলে যাওয়া।
আমায় ছেড়ে চলে গেছো তবু
অন্য কাউকে ভালোবাসতে পারি না...
ভালোবাসি শুধু তোমায়...
ভালোবাসবো শুধুই তোমায়।
তোমায় ছেড়ে কেমন করে থাকি আমি দূরে,
ভালো থেকো আমার ভালোবাসা।

Monday, March 18, 2013

যবে যোগ্য হবো


আমি যবে তোমার যোগ্য হবো,
তবে পর্যন্ত কি তুমি আমার জন্য অপেক্ষা করবে?
আমি জানি তুমি করবে না।
ভালো থেকো তুমি, আমার ভালোবাসার অদৃশ্য বলয়
সবসময় তোমাকে ঘিরে রাখবে।
জানি কোনদিন এসে তুমি আমার হাতটি ধরবে না,
ভালোবাসার মায়ায় আমাকে জড়াবে না।
আমি অনন্তকাল ঐ পথের সীমানায় চেয়ে থাকবো,
আকাশ ভরা তারার মাঝে
তোমাকে আপন আলোয় সাজিয়ে নেবো।
পড়ন্ত জীবনের কোন ক্ষণে আমায় যদি মনে পড়ে,
পাবে আমায় যেখানে আকাশ মিশেছে,
যেখানে আঁধার নেমেছে,
যেখানে বিষণ্ণতা ঘিরে ধরেছে,
যেখানে হতাশা গ্রাস করেছে,
জীবন যেখানে থমকে গেছে,
সবকিছু অর্থহীন মনে হবে যখন,
জীবন সীমানার কাছে অথবা সীমানার ওপারে।
আমি আজও অপেক্ষায় দাঁড়িয়ে সেই অজানায়।
তোমায় ছেড়ে কেমন করে থাকি দূরে,
ভালো থেকো আমার ভালোবাসা।

Sunday, March 17, 2013

এক জোড়া লাল চুড়ি


কর্মস্থল থেকে বাড়ি ফিরছিলাম আমি
হাতে তোমার জন্য এক জোড়া লাল চুড়ি,
কিছু বোঝার আগেই পেছন থেকে একটা ধারালো আঘাত
লুটিয়ে পড়ে মিশে গেলাম রাজপথে...
জ্ঞান হারানোর আগে আবছা শব্দে শুনেছিলাম
ওরা বলছিলো, আমি নাস্তিক।
ব্যস ওটুকুই, তারপর কিছু মনে নেই,
জ্ঞান আর ফেরেনি আমার।
চুড়িগুলো তোমার কাছে কি পৌঁছেছিলো?
গতবার যে ড্রেসটা কিনে দিয়েছিলাম
তার সাথে এই চুড়ি বেশ মানাবে,
এই ভেবেই কিনতে গিয়েছিলাম কিন্তু,
ওরা বুঝলো না, বোঝাবার সময় পর্যন্ত দিলো না আমাকে।
নিভু আর বুজে আসা চোখে যতোটা দেখেছিলাম
রক্তের দাগ লেগে গিয়েছিলো চুড়ি জোড়ায়।
আচ্ছা ওরা আমাকে মারলো কেন?
আমিতো নাস্তিক ছিলাম না।
তুমি ওদের কিচ্ছু বলো না,
কার কাছে বিচার চাইবে বলো?
আমার চিতা পোড়াবার সময় তুমি ওই ড্রেসটা পড়বে?
ওই ড্রেস আর চুড়িতে তোমাকে শুধু একবার দেখতে চাই।
হয়তো আর দেখবো না।
আচ্ছা তুমি কি সত্যিই চুড়িগুলো পেয়েছো?

চিরন্তন বৈশিষ্ট্য


জানি না কেন জানি রাত যতো গভীর হয়
কষ্টগুলোর তীব্রতাও রাতের মতো গভীর হতে থাকে।
কষ্টগুলোর অনুভুতি এতো তীব্র হয় কখনো কখনো,
এক নিমিষে চূর্ণ বিচূর্ণ করে দেয় সেই প্রাচীরকে
যা দিয়ে আমি আড়াল করে রেখেছিলাম
সেই না পাওয়া কষ্ট আর দুঃখগুলোকে।
মাঝে মাঝে মনে হয় গভীর এই রাত
যেন আমার জীবনে বয়ে নিয়ে আসে
না বলা অপ্রকাশিত কষ্টের এক করুন আহাজারি,
যা আমি হয়তো দিনের আলোতে
সকল কর্মব্যস্ততার মাঝে আড়াল করে রাখতে চাইলেই পারি।
কিন্তু পরিশেসে রাতের কাছে ঠিকই ধরা দিতে হয়।
কারণ নীরবতা আর নিঃসঙ্গতা
এই দুই-ই যে রাতের চিরন্তন বৈশিষ্ট্য।
আর বৈশিষ্ট্য গুলোই প্রতি রাতে আমাকে কুরে কুরে খাচ্ছে,
প্রতিটি মুহূর্ত আমার বিসন্নতায় ডুবিয়ে দিচ্ছে।
জানি আমি কোথায় এর শেষ সীমানা
বা কোথায় এর শেষ পরিনতি।
হয়তো আমার মৃত্যুর মধ্য দিয়েই সব কিছুর সমাপ্তি।
সেই পর্যন্ত তোমায় ছেড়ে কেমন করে থাকি দূরে।
ভালো থেকো আমার ভালোবাসা।

Friday, March 15, 2013

যখন চলে গিয়েছিলে


যখন তুমি আমাকে ছেড়ে চলে গিয়েছিলে, তখন আমার কেমন লেগেছে বুঝাতে পারবো না। যখন তোমার কার্যকলাপে স্পষ্ট বুঝিয়ে দিয়েছিলে, “আমি আরেক জনের সাথে রিলেশানে জড়িয়ে গেছি, আর তোমার সাথে থাকতে পারবো না......”, বা “তোমার সাথে আমার থাকার আর কোনও প্রয়োজনীয়তা নাই, তোমার প্রয়োজন ফুরিয়ে গেছে আমার জীবনে...”, আমি বুঝাতে পারবো না আমার মধ্যে কি হচ্ছিলো তখন... আমায় করা প্রতিশ্রুতি যখন ভেঙ্গে দিয়েছিলে, নিজেকে বিশ্বাস করাতে পারিনি। বার বার মনে হচ্ছিলো, এই কথাগুলোর পিছনে নিশ্চয়ই সেই আগের দুষ্টুমি গুলো লুকিয়ে আছে। মনে হয়েছিলো একটু পরই বা একটা সময় কল দিয়ে বলবে, “বিশ্বাস করতে পারলে তুমি আমার কথা গুলো??? জানো না আমি কেমন?? দেখলে তোমাকে কেমন বোকা বানিয়ে দিলাম......”। কিন্তু না, তুমি সিরিয়াস ছিলে। জানি আমার জায়গায় যদি তখন তুমি হতে, সিওর সুইসাইড করতে তুমি। আমিও চেয়েছিলাম... কিন্তু মনে হলো, “আমি যদি মরে যাই তবে তুমি হয়তো কাঁদবে খুব বেশী হলে এক সপ্তাহ। কিন্তু আমার বাবা-মাকে তাদের পুত্র বিয়োগের দুঃখটা আজীবন তাড়িয়ে বেড়াবে”। তাইতো আমি সুইসাইড করতে গিয়েও শেষ মুহূর্তে ফিরে এসেছি। কিন্তু তোমায় ছেড়ে কেমন করে থাকি আমি দূরে। ভালো থেকো আমার ভালোবাসা।

Thursday, March 14, 2013

পূর্বের মতোই


তোমায় আজও ভালোবাসি ঠিক পূর্বের মতোই,
শুধু জম্ম নিয়েছে পার্থক্য।
তুমি দূরে ঠেলে দিলে আমায়,
ভালোবাসতে দিলে না তোমায়
তোমার নিকট থেকে।
হতে পারে আমার ভালোবাসা তোমার কাছে
বাজারের বিক্রিত পন্যের মতো সস্তা,
অথচ দেখা গেলো তোমার ভালোবাসাই
বিক্রিতব্য সস্তা আর খুব সহজলভ্য।
কিন্তু আমার ভালোবাসা তো বাজারের
বিক্রিত পন্যের মতো সস্তা নয়।
কি করে আমার ভালোবাসা বাজারের পন্য হতে দেই,
কি করে জনে জনে ভালোবাসা বিলিয়ে বেড়াই
কি করে বারবার ভিন্ন স্বাদ নেওয়ার জন্য ব্যাকুল হয়ে উঠি
তুমিই বল, জানি বলবে না
বলবে না তুমি আমার সাথে কথা।
কিন্তু দূর থেকে তোমায় ভালোবাসতে
বাধা দেওয়ার ক্ষমতা কি তোমার আছে?
তোমায় ছেড়ে কেমন করে থাকি আমি দূরে,
ভালো থেকো আমার ভালোবাসা।

Wednesday, March 13, 2013

অভিশাপ দিলাম



এক জীবনের সব হাহাকার বুকে নিয়ে আমি
তোমাকে অভিশাপ দিলাম
তুমি সুখী হবে, খুব খুশী হবে।
বেদনা আমাকে নিয়ে আশৈশব খেলেছে তুমুল
আর তিলে তিলে শিখিয়েছে সহনশীলতা,
নখের মতো দুঃখ কেটে কেটে আমি
আজকাল অর্জন করেছি ঠিক উদ্ভিদের অদ্ভুত মৌনতা।
ওগো উল্লাসিনী
না জেনে শুনেই কেন দিতে গেলে টোকা?
তুমি আরো কি বেদনা দেবে, কতোটা নাড়াবে?
বালখিল্য এ খেলায় আমার চেয়ে বেশী তুমিই হারবে।
এটা আমি নিশ্চিত ভাবেই বলে দিলাম,
তুমি অবশ্যই অবশ্যই হারবে একদিন।
এক জীবনের সব হাহাকার বুকে নিয়ে
আমি অভিশাপ দিলাম তোমাকে
মেয়ে দেখে নিয়ো, খুব খুশী হবে তুমি
চরম পরম আর অসম্ভব সুখী হবে তুমি।
ভালো থেকো আমার ভালোবাসা। 

Tuesday, March 12, 2013

তোমার কারনেই


তোমার কারনেই আজ আমার এই পথচলা......
তোমার কারনেই আমার সব ছিলো......
তোমার কারনেই নিজেকে জানা......
তোমার কারনেই নিজেকে ভালোবাসা......
তোমার কারনেই সুন্দর ও সুখী ভবিষ্যতের স্বপ্ন দেখা......
আবার তোমার কারনেই আজ আমার কিছুই নেই......
তোমার কারনেই নিজেকে অচেনা আর অজানা......
তোমার কারনেই নিজেকে অবহেলা আর অবজ্ঞা......
তোমার কারনেই আজ বিসন্নতায় ডুবে থাকা......
তোমার মাঝে থাকি আমি হয়ে তোমার নিঃশ্বাস......
তোমার মাঝে হারাই আমি নিজের সমস্ত বিশ্বাস......
ভাবতেই অবাক লাগে
যাকে ভালোবাসি সেই আমাকে ভালোবাসে না......
ভাবতেই অবাক হয়ে যাই
যার জন্য এই পথচলা তার পথে আমিই নেই......
তবু তোমায় ছেড়ে কেমন করে থাকি আমি দূরে......
ভালো থেকো আমার ভালোবাসা।

Sunday, March 10, 2013

কষ্টের অশ্রুজল


জীবন কখনো থেমে থাকে না
তেমনি আমারও থেমে নেই......
আমাকে যখন বুকের ভিতর কষ্টের পাহাড়
জমা দিয়ে চলে গেলে তখনো থেমে থাকেনি।
তোমার মনে আমার ভালোবাসার কথা মনে হয় নি,
হয়েছিলো শুধু আমাকে কষ্ট দিয়ে চলে যাওয়া।
আমি মেনে নিয়েছিলাম
কারণ ভালোবাসা কখনো জোর করা যায় না
কান্না দিয়েও ভালোবাসা আনা যায় না,
নিজেকে কষ্ট দিয়েও না......
তাইতো আমি কখনো কিছু বলিনি তোমাকে দেখেও
কারণ তুমি আর আমার সেই তুমি না।
যখন জানালা দিয়ে আকাশের পানে চেয়ে থাকি
মনের ভিতর কি একটা অভিমানী কষ্ট নাড়া দেয়
আর অনেক কষ্ট দেয় মনে......
বুঝেও কিছু করি না, বলি না
কারণ এর নাম ভালোবাসা!!!
আর আমার ভালোবাসার ফল কষ্টের অশ্রুজল......
তবু তোমায় ছেড়ে কেমন করে থাকি আমি দূরে।
ভালো থেকো আমার ভালোবাসা। 

Friday, March 8, 2013

কষ্টের সাগরে



আমি কষ্টের সাগরে ভেসে যাই অন্তহীন।
বড্ড ভালোবাসি তোমায়।
তাই জমে থাকা কষ্টগুলো
ভালোবাসার শক্তির কাছে হার মেনে যায়।
জীবনের পথটা হয়তো একদিন ভুলে যাবো
কিংবা আচমকা পথটা শেষ হয়ে যাবে।
কিন্তু এ ভালোবাসা ক্লান্তিহীন,
তার পথ থেকে বিচ্যুত হবে না।
অশ্রুবৃষ্টি এখন আর চোখ দিয়ে ঝরে না,
তাই আমি কষ্টের মুহূর্তগুলোতে নিশ্চুও হয়ে যাই।
আমার বাড়িয়ে দেওয়া হাত তুমি স্পর্শ করো নি।
আমি তবু স্বপ্ন বুনি,
হোক না সেটা দুঃস্বপ্ন।
দুঃস্বপ্ন দেখার সৌভাগ্য বাঃ ক’জনের হয়।
তোমায় ছেড়ে কেমন করে থাকি আমি দূরে। 
ভালো থেকো আমার ভালোবাসা। 

সুন্দরের চিন্তা


কয়েকটা শুয়োর চারপাশে ঘুরে বেড়ায় সব সময়। আমিও ওদের পাশে পাশে ঘুরি। কিন্তু আমিতো ওদের মতো নিচু হতে পারি না। ওরা আমাকে টার্গেট করে, আমি টার্গেট হই। আমার কোন অসুবিধা নেই, আমি কোন ভয় পাই না। মেরে ফেলবে তো! কোন অসুবিধা নেই। আমার জম্ম মৃত্যুর দিন সৃষ্টিকর্তা ঠিক করে দিয়েছে। সেই আমার জম্ম ও মৃত্যু নিশ্চিত করে রেখেছে। কোন শালা আমার নামে কি কুৎসা রটালো, কোন শালা আমার জন্য কার কাছে ধর্না দিলো এতে আমার কিছুই এসে যায় না। আমি তো আমিই। ওসব বাজে গালি আর গুজবে আমার কোনই অসুবিধা নেই। আমি সুন্দরের চিন্তা করি, করে যাবো মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত। এ নিয়ে আমার কোন ভয় নেই। আমার সৃষ্টিকর্তা যখন আমার জম্ম দিয়েছে একেবারেই ঠিক করে দিয়েছে, আমি ঠিক কতোটুকু সময় এই পৃথিবীতে বাঁচবো। তাই ওদের নিয়ে আমার কোন মাথাব্যাথাই নেই। তবে আমি ওদের ভালো চাই, ওরা ভালো হোক। ওরা আমার মতো আলোর পথে আসুক তা আমি চাই। আমি জানি, ওরা আজ আমার পথে না এলেও একদিন বাধ্য হবে। 

Monday, March 4, 2013

আজকের পর থেকে


আজকের পর থেকে আর হাসবো না,
কারণ হাসি দেখে খুশী হওয়ার পাগলিটা আর নেই।
আজকের পর থেকে আর গান শুনবো না,
কারণ গান শুনানোর সেই পাখিটি আর নেই।
আজকের পর থেকে আর আদর করে কাউকে ডাকা হবে না,
কারণ সেই আদরের পুতুলটি আর নেই।
আজকের পর থেকে খাবার নিয়ে আর কারো জন্য অপেক্ষা করা হবে না,
কারণ আদর করে খাইয়ে দেওয়ার কেউ নেই।
আজ থেকে আর গিফট কেনা হবে না,
কারণ গিফট পেয়ে হিহি করে হাসি দেওয়ার কেউ আর নেই।
আজকের পর থেকে অনেক কিছুই আর হবে না,
কারণ কোনও কিছু হওয়ার আর কোন কারণ নেই।
আজ থেকে আমি আর অভিমানী না,
কারণ মান ভাঙ্গানোর কেউ নেই।
আজ থেকে আমি “ সাদা কালো ”।
কারণ সব রঙ নিয়ে চলে গেছো তুমি।
শুধু আকাশের দিকে চেয়ে থেকে তোমার ভাবনায় অশ্রু ঝরবে।
দিবা নিশি তোমার স্মৃতি হাতড়ে বেড়াবে এই মন,
নির্ঘুম রাত্রি কাটবে কেঁদে কেঁদে
জীবন চলবে তোমার অপেক্ষায়।
তোমায় ছেড়ে কেমন করে থাকি আমি দূরে। ভালো থেকো আমার ভালোবাসা।

Saturday, March 2, 2013

ভোরের অপেক্ষা


ভোরের অপেক্ষা কেমন হয় তুমি জানো?
জানলে তুমি আর কখনোই রাত চাইবে না।
কতোটা নিষ্ঠুর হতে পারে এই আঁধার,
তা কেবল নির্ঘুম সত্ত্বাই জানে।
এই আঁধার তার ঘন কালো চাদরে
অক্টোপাসের মতো ঘিরে ধরে আমায়,
মনে করিয়ে দেয় সব অপ্রত্যাশিত অতীত।
বর্তমান আর অতীতের সব মেলা বসে
এই রাতের গহীন নির্জনে।
বর্তমান থেকে অতীত আমাকে কিনে নেয়,
আবার বিক্রি করে দেয় ভবিষ্যতের কাছে।
খুব বেশী কিছু চাইছি না,
শুধু এমন একটি নির্ঘুম রাতের সঙ্গী হতে বলছি,
বাকিটা সময় নীরবে পরাজয় মেনে নিবো।
ভালো থেকো আমার ভালোবাসা।