আমার অপেক্ষার প্রহরগুলো যেন শেষ হতে চায়না, ভাবছো তোমার ফিরে আসার অপেক্ষা? না, জীবনের ইতি কখন ঘটবে সেই দিনের অপেক্ষা আমার। প্রতিটা মানুষের হৃদয়েই মনে হয় কিছু অদ্ভুত শুন্যতা আর হাহাকার থাকে, ধরে নিলাম আমার হৃদয়টায় শুন্যতা। কিন্তু তুমি কি সুখে আছো, তোমার হৃদয়ে কি একটা সত্যিকারের ভালোবাসা হারানোর হাহাকার নেই? হয়তোবা নেই, কারণ হৃদয় থেকে ভালবাসলে তুমি জানতে এবং বুঝতে শুন্যতা আর হাহাকার কি। এখন তোমার কথাগুলো মনে হলে কিছু বলার ভাষা আমি খুঁজে পাইনা। হয়তোবা বহুপ্রতীক্ষিত কষ্টের প্রহর আমার একদিন শেষ হবে, ছন্দহীন জীবনের ইতি ঘটবে। আজ তোমার কাছে একটা প্রশ্ন করি, তুমি কি আসলেই কারো হৃদয়ের গহীনে লুকিয়ে থাকা কল্পনার মানুষ হতে পারবে? তুমি কি কারো একমাত্র সঙ্গী হতে পারবে? পারবে না, কারো সোনালী রোদ, কারো রংধনুর রঙ, কারো স্বপ্ন, কারো পৃথিবী কিছুই হতে পারবে না তুমি। তুমি শুধু পারবে কারো হৃদয়ের শুন্যতা আর হাহাকার হতে......
No comments:
Post a Comment