আবার শুরু, যদিও এই শুরুর শুরু অনেক আগেই। অনেক চেষ্টা করলাম। কিন্তু ধৈর্য আর সহ্যের একটা সীমা আছে। চেষ্টার কোনও ত্রুটি করিনি। এর বেশী চেষ্টা আমার পক্ষে সম্ভব নয়। সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে ভুল করলে যা হয় তার পরিনাম বিন্দু বিন্দু অনুভব করছি, ফল ভোগ করছি। যা চলছে তার ফলাফলও আমার জানা। এটাও জানি এটার শেষ পরিনতি কি, আমারই বা ক্ষতি কতোটুকু। কিন্তু সেসব ভাবতে বসলে তো সব অন্যায় মেনে নিতে হয়, সব অভিযোগ স্বীকার করে নিতে হয়। মাঝে মাঝে ভাবি মানুষ এতোটা নিচে নামতে পারে কিভাবে? কিন্তু এবার আমিও নাছোড়বান্দা। আমিই বা ছেড়ে কথা বলবো কেন? আমি বরাবরই শান্তিপ্রিয় মানুষ এবং সেমতো চলার চেষ্টা করে আসছি সবসময়। কিন্তু এখন আর পিছনে ফিরে যাবার কোন রাস্তা আমার সামনে নেই, দেওয়ালে পিঠ ঠেকে গেছে আমার। কি হবে আমার শেষ জীবনের কথা ভেবে? কেউ থাকলেও তাই হবে বর্তমানে যা হচ্ছে বা চলছে। আমার উত্তরসুরি আর পূর্বসূরিদের ভালোর জন্য যা করা দরকার আমাকে তো তাই করতে হবে, এবং আমি তাই করবো। আমি এমন হতে চাইনি, কিন্তু বাধ্য যখন করা হয়েছে আর ছাড় দেওয়া হবে না। এদের উচিৎ শিক্ষা দিয়েই আমি ক্ষান্ত হবো। তাতে আমার যা হবে হোক। কি আর হবে? বর্তমানের চাইতে খারাপ কি আর এমন বেশী হবে? এমন উত্তাল ঝড় বইয়ে দেবো যার প্রকটতা কি তারাই হাড়ে হাড়ে উপলব্ধি করবে। প্রতিশোধ চলবে, এবার চরম প্রতিশোধ। যে ভুল আমি করেছিলাম তার প্রায়শ্চিত্ত তো আমকেই করতে হবে। আমি মনে করি এভাবে বেঁচে থাকার চাইতে মরে বেঁচে যাওয়া অনেক অনেক ভালো। তাই হোক.........