বর্ণহীন এই জীবনে আজ আমি বড় একা বুকে নিয়ে তোমার দেয়া সেই গভীর ক্ষত বিক্ষত আমার এই মন, ননিদ্রাহীন আমার দুচোখ আমি থেমে আছি তোমার স্মৃতিগুলো আঁকড়ে। কিন্তু সময় বয়ে চলেছে তার নিজস্ব নিয়মে নিজস্ব কক্ষপথে। বক্রতা শুধু ধরে রেখেছে আমায়, আমার ছন্দপতনতো হয়েছে সেই কবে, দুঃখটাকে চাপা দেওয়ার হাজার চেষ্টা করেও আমি ব্যর্থ। আজ আমি নির্বাক, ক্রমশ মৃত্যুর সাথে বন্ধুত্বটা হয়েই যাচ্ছে। মনে হয় সে আমাকে এখন ভালবাসে, ও যে আমাকে বড্ড কাছে টানে।
No comments:
Post a Comment