তোমার সাথে আমার এতোকিছু, এতো কথা, এতো
হাসি, এতো আনন্দ, এতো সুখময় মুহূর্ত কেটেছে। যা কিছু আমি পেয়েছি দিনের পর দিন
বিনিময়ে নিজেকেই শুধু দিতে পেরেছি। তাই এই মন আর কাউকে দেওয়া আমার পক্ষে সম্ভব না
কোনভাবেই। আর তাই এই আমি যে অন্য কারো হতে পারি না। অন্য কারো কাছ থেকে যতই পাইনা
কেন সেই পাওয়াতে আমার মন ভরবে না। এটা কিভাবে সম্ভব বলো যা কিছু আমি তোমার সাথে
ভাগ করেছি অন্যের সাথে তা করা। পারবো না আমি নিজেকে parvart বানাতে। আমি তোমাকে ভালোবেসে যাবো। তুমিও বাসবে জানি, হয়তো আমাকে নয়। কিন্তু তাতে
কি??? আমার যেটুকু ভালোবাসা বাকি রয়েছে না হয় তোমাকেই দিলাম। সবসময় ভাবতাম তোমারও
সব সত্তা জুড়ে শুধু আমিই ছিলাম। আমি যে তখন কত্তবড়ো ভুলে ছিলাম তা এখন বুঝতে
পারছি। তুমি হতে পেরেছো অন্যের কিন্তু এই দেহে যতদিন প্রাণ থাকবে ততদিন আমি আর
কারো হতে পারিনা, পারবো না।
No comments:
Post a Comment