irregular due to unavoidable circumstances of my own, hope will be back and continue soon.............. have patients for a while.

Monday, April 16, 2012

ভালোবাসা

ভালোবাসা একটি মানবিক অনুভুতি এবং আবেগকেন্দ্রিক একটি অভিজ্ঞতা। বিশেস কোন মানুষের জন্য স্নেহের শক্তিশালী বহিঃপ্রকাশ হচ্ছে ভালোবাসা। তবুও ভালবাসাকে বিভিন্ন দৃষ্টিকোণ থেকে ভাগ করা যায়। আবেগধর্মী ভালোবাসা সাধারণত গভীর হয়, বিশেস কারো সাথে নিজের সকল মানবীয় অনুভুতি ভাগ করে নেয়া, এমনকি শরীরের ব্যাপারটাও এই ধরণের ভালোবাসা থেকে পৃথক করা যায়না। ভালোবাসা বিভিন্ন রকম হতে পারে। আরও সঠিকভাবে বলতে গেলে, যে কোন ব্যক্তি বা বস্তুর প্রতি অতিরিক্ত স্নেহ প্রায় সময় খুবই আনন্দদায়ক হতে পারে। আর এই অতি আনন্দদায়ক অনুভূতিই হলো ভালোবাসা। ভালোবাসার সাধারণ এবং বিপরীত ধারণার তুলনা করে ভিন্ন দৃষ্টিকোণ থেকে ভালোবাসাকে জটিলভাবে বিচার করা যায়। ধনাত্মক অনুভুতির কথা বিবেচনা করে ভালোবাসাকে ঘৃণার বিপরীতে স্থান দেওয়া যায়। 

No comments:

Post a Comment