কথা দাও তুমি আসবে, কোন একদিন আবার ফিরে।
সহস্র ভালোবাসা আর প্রেমের জোয়ারে আমার জীবনকে কানায় কানায় ভরিয়ে দিতে। তোমার
প্রতিক্ষায় থাকবো চেয়ে অসীম নীল আকাশের দিকে, সন্ধ্যা ঘনিয়ে এলে প্রদীপের আলো নিয়ে
বাতায়নে থাকবো দাঁড়িয়ে। আমি অপেক্ষা করবো বৃষ্টির পড়ে তোমার চলে যাওয়া সেই পথে
তুমি আসবে। দেখো কথা দাও তুমি আসবে।
No comments:
Post a Comment