তখন তুমি আমায় ফিরিয়ে দিও না, আবার যখন আকাশ
হয়ে বৃষ্টির জলে আটকে পড়ে তোমায় দেখবো। তখন তুমি অভিমান করোনা, আবার যখন অন্তরালে
একলা হয়ে অন্ধকারে তোমায় ভাববো। তখন তুমি প্রশ্ন করোনা, আবার যখন জ্যোৎস্না রাতে
শিশির ভেজা ঘাসের মাঝে একা বসে থাকবো। তখন তুমি পিছু ডাক দিওনা, আবার যখন পথ হারা
পথে অবচেতনার অন্তমিলে ছুটতে থাকি আমি। যখন নিঝুম রাতের তারা এক ফালি চাঁদ জ্যোৎস্না
ভরা জোনাকির আলোয় হাত বাড়িয়ে আমায় ডাকে না... যখন মোহের অন্তরালে রঙিন কোন সপ্নজালে
আমার ছোট নাওয়ের মাঝি ভিড়তে পারেনা... তখনও তোমায় ভালোবাসি, তখনও তোমায় ভালোবাসি।
No comments:
Post a Comment