হয়তো তুমি জানবেনা কভু, তোমাকে এখনও ভালবাসি।
তোমাকেই নিয়ে এই ছোট্ট মনে ছিল স্বপ্ন রাশি রাশি। জানবেনা আদো তুমি তোমার কষ্টে
কতোটা আমি কাঁদি। তোমাকে না দেখে এ মনটাকে কতটা কষ্টে বাঁধি। জানবেনা কভু তোমার
সুখেতে কতটা ছিলাম আমি সুখী। আমার চোখেতে তোমার ঐ হাসি জানো কি কতটা দামি? হয়তো
পাবোনা কভু তোমায় এটা বেশ ভালো জানি। তবু তোমায় ভালোবেসে যাবো মনে রাখবো চিরদিনই।
No comments:
Post a Comment