পৃথিবী আজ আমার ভালো লাগেনা, ভালো লাগেনা কারো সাথে শুধুই যান্ত্রিক কোন সম্পর্ক। প্রেমকে আমি কখনোই সমর্থন করতাম না, আমার যুক্তি ছিল আমি কেন এমন কারো সাথে আমার অনুভুতি ভাগ করবো যে সেই অনুভুতি ভাগ করার অধিকারই রাখেনা? না শুধু অভিমানে নয়, চরম বাস্তবতায় আজ আর আমার সত্যি পৃথিবী ভালো লাগেনা। এখানে কি আছে? হয়তোবা হাতের মুঠোয় আমার পুরো পৃথিবী আছে কিন্তু কি লাভ সেই পৃথিবী দিয়ে। ভালোবাসার গভীরতা আজ আর নেই। থাকবে কি করে? এখন বয়ফ্রেন্ড কিংবা গার্লফ্রেন্ড থাকা একটা স্ট্যাটাস যেন। কোন মৌলিকতা নেই ভালোবাসায়। তাই ভালবেসে অতি দ্রুত ভেঙ্গে যাওয়া যেন অতি স্বাভাবিক ও প্রাকৃতিক ব্যাপার হয়ে গিয়েছে। ঠিক কোথায় যেন আমরা সবাই ধিরে ধিরে নিমজ্জিত হয়ে যাচ্ছি। যেখানে আমাদের ভালোবাসা, বিশ্বাস, আস্থা সব হারিয়ে যাচ্ছে। জীবনে দুঃখ আসবে, দুর্দশা আসবে, বাধা আসবে, বিপত্তি আসবে কিন্তু তাতে কি? কারো ভালোবাসার টানে, কারো আস্থার প্রতি আস্থা রেখেই তো সব বাধা অতিক্রম করা সম্ভব। নাহ! আজ সেই প্রেরনাও নাই। কারো প্রতি আজ আর আস্থা রাখতে পারিনা।
No comments:
Post a Comment