irregular due to unavoidable circumstances of my own, hope will be back and continue soon.............. have patients for a while.

Saturday, August 18, 2012

আজম্ম ভিখারি


আমি হলাম আজম্ম ভিখারির মতো, কেউ যদি দয়া করে দু’চারটা ভিক্ষা ছুঁড়ে দেয় ঝুলিতে তাকে পূজ্য ভেবে প্রণাম জানাই। কই তবুও মননের জ্বলন নেভে নাতো! স্বেচ্ছাচারী বেভুল বসন্তের ছায়ে রঙিন কাফনটা আজ গায়ে জড়িয়ে অপেক্ষায় আছি ফেরি জাহাজের অপেক্ষায়। এর মধ্যে যদি মরে যাই তাহলে আমাকে দেখতে এসো না। আমার এখন মাঝে-মধ্যেই উৎকট দুর্গন্ধের মতো কান্না পায়, যেন কোন বোবা কষ্ট বুকে চেপে আছে। আমি মুক্তি চাই, কিন্তু চিৎকার করে বলতেও পারিনা। কি অসহ্য তার দহন তোমাকে বোঝাতেও পারছি না। তোমার মনে থাকবেতো আমার মরা মুখ দেখতে আসবে না। তোমার সমস্ত অভিশাপ নিয়ে আমি চলে যাবো জম্মের মতো। তবুও তুমি ভালো থেকো, খুব ভালো।

No comments:

Post a Comment