‘নিজের জন্য বাঁচো, তোমার বেঁচে থাকার জন্য তুমিই যথেষ্ট। বন্ধু, প্রেমিকা সবার ভালোবাসা তোমার জীবনের খণ্ডিত অংশমাত্র হোক, পুরো জীবনের জন্য নয়। তোমার প্রয়োজনের চেয়ে বেশী ভালো কাউকে বাসার দরকার নেই, তোমার জীবনের চেয়ে কাউকে গুরুত্তপূর্ণ করে তুলোনা। কারো কথা কাজ, ভালোবাসা যেন তোমাকে নিয়ন্ত্রন করতে না পারে, তোমার নিয়ন্ত্রন থাকবে শুধু তোমারই কাছে’ – তোমার জীবনে তুমি এই কথাগুলো সঠিক ব্যবহার করতে পেরেছ, তাই তুমি সার্থক হয়তো। আর আমি পারিনি, তাই বলে কিন্তু আমি মনে করিনা যে আমি সার্থক না। অবশ্যই আমি সার্থক কারণ এই জন্য যে আমাকে হবেনা সম্পর্ক তৈরিতে রেকর্ড গড়ার, আবার ভালো না লাগলে ভেঙ্গে দেওয়ার রেকর্ডও ভাঙ্গার। এই আমি বর্তমান আমিকে নিয়ে সন্তুষ্ট, আমার সাথে তোমার সহস্র স্মৃতিতো আছে। জীবনটা কি খুব বড়? না হয় হলনা মনের মতো কাউকে নিয়ে এই জীবনটা উপভোগ করা।
No comments:
Post a Comment