irregular due to unavoidable circumstances of my own, hope will be back and continue soon.............. have patients for a while.

Tuesday, August 21, 2012

আমায় ক্ষমা করো


কেমন কাটছে তোমার ঈদ সোনু? জানি তোমার সবচেয়ে প্রিয় আর আপন মানুষটিকে হারিয়ে তোমার প্রথম ঈদ ভাল যাচ্ছে না। তোমার আরও একজন প্রিয়(তোমার কথা মতো) মানুষকে হারিয়ে তোমার কোন দুঃখ নেই আমি জানি। তাই আমি সেই প্রসঙ্গে যাচ্ছি না। প্রতিবার ঈদের তৃতীয় দিন তুমি আমার সাথে দেখা করতে, কিন্তু এবার? এবার কার সাথে দেখা করবে, কার সাথে ঘুরবে? কাকে দেখাবে তোমার নতুন পোশাক? আমার অগোচরে যার সাথে ঘণ্টার পর ঘণ্টা কথা বলতে তাকে? তার সাথে? দুঃখ করোনা এবার না হয় একাই ঈদ কাটালে, আগামী ঈদ নিশ্চয়ই নতুন সাথীকে নিয়ে মন ভরে উপভোগ করতে পারবে। আমার শুধু একটি কথা জানতে ইচ্ছে করছে, যারা এতো সুন্দর পরিকল্পনা করে তোমাকে আমার জীবন থেকে ছিনিয়ে নিয়ে গেলো, তারা এতদিন পর্যন্ত তোমাকে একা ফেলে রাখল কেন? তারা না এজেন্ট? তারা থাকতে তোমার অভাব কেন হবে? বুকে হাত দিয়ে বলতো, এমন বিশেষ দিনগুলোতে একটিবারও আমার কথা মনে পড়েনা তোমার? যদি নাই পড়ে তবে আমি বলবো তুমি সত্যিকার ভালবাসনি আমাকে। আর যদি মনে পড়েই থাকে তাহলে বলবো তুমি হেরে গেছো তোমার নিজের কাছে। কষ্ট পেলে আমার কথায়? আমায় ক্ষমা করো।

No comments:

Post a Comment