irregular due to unavoidable circumstances of my own, hope will be back and continue soon.............. have patients for a while.

Sunday, August 19, 2012

কষ্টের আগ্নেয়গিরি


একসময় আমি তোমার জীবন থেকে সরে আসতে চেয়েছিলাম, তখন তুমিই আমাকে বেঁধে রাখলে। আর যখন আমি চেয়েছি তোমাকে আমার জীবনের সাথে পরিপূর্ণভাবে জড়িয়ে রাখতে, তখন আচমকা তুমি সব বাঁধন ছিন্ন করে দিলে। কেন? আজো সেই প্রশ্নের উত্তর খুঁজে নির্ঘুম রাত কাটে আমার। সারাটা দিন কাটে এক প্রচণ্ড অস্থিরতায়। কোন কিছুতেই মন লাগে না আমার। প্রতিটিক্ষণ আর প্রতিটি মুহূর্ত শুধু তোমার স্মৃতি আমাকে কাঁদায়। বুঝতে পারিনা আমি কি বেঁচে আছি নাকি মরে গেছি। এভাবে বেঁচে থাকার কি কোন অর্থ হয় বলো? বলো কেন ভুলতে পারিনা তোমাকে?? প্রচণ্ড রাগ হয় নিজের উপর, কেন এতো ভালবেসেছি তোমাকে, কেন আমার এই ভালোবাসা এভাবে মূল্যহীন হয়ে গেলো। আমার ভেতরে এক কষ্টের আগ্নেয়গিরি, যার তপ্ত লাভা আমাকে প্রতিনিয়ত জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিচ্ছে। কিন্তু বাইরে এর কোন প্রকাশ নেই। প্রতিটি মুহূর্ত কাঁদছি আমি, কিন্তু আমার চোখে এক ফোঁটা পানি নেই। কেন এমন হল, আমার ভালোবাসায় কোথায় ঘাটতি ছিল। কি ছিল আমার অপরাধ? নাকি এটা আমার ভালবাসারই উপহার...???

No comments:

Post a Comment