irregular due to unavoidable circumstances of my own, hope will be back and continue soon.............. have patients for a while.

Monday, September 24, 2012

রহস্যময় হাসি


তোমাকে ভালবাসার আগে জানতাম না স্বপ্নগুলো ভাঙ্গার কষ্ট কি, মানুষ কেন এতো কষ্ট পায় স্বপ্ন ভেঙ্গে গেলে। আর জানবোই বা কেমন করে বলো? তোমার আগে অন্য কাউকে নিয়ে তো এতো স্বপ্নই দেখিনি। তুমি আমাকে ভালবেসে যা দিয়েছো তা হয়তো ভালবাসার মানুষ তার ভালবাসার মানুষটিকে দেয়না। আসলেই কি তোমার ভালবাসার প্রতিদান দেওয়ার ধরনটাই এমন? তোমাকে একটা কথা বলতে ইচ্ছে করছে, তুমি কোনদিন আর কারো স্বপ্ন হওয়ার ইচ্ছে করো না। কেন জানো, কারণ তুমি স্বপ্ন ভাঙতে জানো বাস্তবায়ন করতে জানো না। তুমি জানো আজ আমারও প্রতিটা কষ্ট কোন একসময় এক একটা ভবিষ্যতের স্বপ্ন ছিলো, যেগুলো শুনে অনেক সময় তুমি হেসেছিলে। আমার কথাগুলো তোমাকে সিরিয়াসলি নিতে বললেও কেন জানি তুমি রহস্যময় হাসি দিতে। তাই অনুরোধ রইলো কারো স্বপ্ন আর মনটাকে নিয়ে খেলা বা হেলা করো না। কারণ তুমি বোঝনা হয়তো মন ভাঙ্গার কষ্ট কি, যন্ত্রণা কতটুকু, কি পরিমান অসহায় করে দেয় মানুষকে।

No comments:

Post a Comment