দুঃখকে যদি জয় করতে পারতাম তাহলে তোর দেওয়া
সব দুঃখগুলোকে পরাজিত করতাম। তোকে ঘিরে হাজারো স্মৃতিগুলোকে পিছনে ফেলে এগিয়ে
যেতাম সুখের দিকে, চেষ্টা করে দেখতাম তোর মতো স্বার্থপর হতে। জানিনা কেন এতো কষ্ট
হয় তোকে ভুলে থাকতে, কেন এতো কঠিন হয় ভালবাসার স্মৃতি ভুলতে। আচ্ছা, আমার বুকফাটা
আর্তনাদ কি খুব ভয়ঙ্কর মাত্রায় কর্কশ হয়? এতটাই কর্কশ যে তুই শুনতেই চাস না!
কিভাবে তুই চুপ করে থাকিস? চোখ বন্ধ করে থাকিস? মাঝে মাঝে আমি সত্যিই
সিন্ধান্তহীনতায় ভুগি, যখন ভেবে পাইনা আমার আর্তনাদগুলো কর্কশ নাকি আমি মানুষটাই??
তুই কি বুঝিসনি তোকে ভালোবাসা ছিল আমার জীবনের দ্বিতীয় শ্রেষ্ঠ কাজ? কি রাগ করলি?
আরে আমার প্রথম কাজটি ছিলো তোকে খুঁজে বের করা। তুই কি জানতি না আমার হৃদয়টা ঠিক
বরফের মতো, অল্প উষ্ণতাতেই গলে যায় আর শীতলতায় জমে যায়? ওহ, তুই করে বললাম বলে রাগ
করলি? জানিতো সেই অধিকার আমার আর কখনোই হবে না তোকে আদর করে কিছু বলা, তবু
যে......। পারলে ক্ষমা করিস আমায়।
No comments:
Post a Comment