আমি অনেক ভেবে দেখেছি, জীবনের অনেক বন্ধুর পথ হেঁটেছি। অনেকে হাত ধরতে
চেয়েছে, আবার একজন হাত ধরতে গিয়েও ছেড়ে দিয়েছে আমি ধরতে চাইনি বলে। এলোমেলো পথচলা
ছিলো আমার তাই কাউকে জড়াতে চাইনি কখনো। জীবনে নেমে এলো ছোট্ট একটা ঝড়, সে ঝড়ের
অনেকটা সামলে নিয়েছিলাম। আবার এলোমেলো পথ চলা শুরু। চলতে চলতে হটাৎ তুমি দেখা দিলে
আদরি। স্বপ্ন সাজালে নিজের হাতে, স্বপ্ন দেখালে। আবার পাশে থাকবে বলেছিলে, বলেছিলে
আমি তোমাকে নিয়ে আমার জীবনটাকে সাজাতে চাই। নিজেকে অনেকখানি বদলে আর শোধরেও
নিয়েছিলাম। বলেছিলাম আমার উপর রেখো বিশ্বাস। ভুল হলে শোধরে নিও, হাত ছেড়ে দিও না
কখনো। তুমিও বলেছিলে আমার মনের মতো করে সাজিয়ে আর গড়ে নিতে তোমাকে। আমি তোমার
প্রেমে দেবদাস ছিলাম না, আমি তোমার প্রেমে কেনা ক্রীতদাস হয়ে থাকতে চেয়েছিলাম।
তাইতো ভালোবাসি তোমায়। ভালোবাসা চেয়েছিলে ভালোবাসা দিয়েছি অফুরন্ত। তুমি ভুল করতে
গেলে হাত ধরে টান দিয়েছি, একা থাকলে সঙ্গ দিয়েছি আর চোখের জল মুছে দিয়েছি। স্বপ্ন
চেয়েছো বলে রঙিন রঙিন স্বপ্ন দিয়েছি তার প্রতিদানে অন্য কারো হাত ধরতে চেয়েছো, আজ
আমি তাও দিলাম। শুধু জেনে রেখো যেদিন পথ চলতে গিয়ে থমকে দাঁড়াবে সেদিন হয়তো আমি
থাকবো না কিন্তু আমার ছায়া তোমার পাশে থাকবে। সেদিন হয়তো তোমার মলিন মুখখানি দেখে
আর সন্ধ্যা তারা হয়ে জ্বলে উঠতে পারবো না। বলনা তুমি, তোমায় ছেড়ে কেমন করে থাকি
আমি দূরে? ভালো থেকো আমার ভালোবাসা।
No comments:
Post a Comment