irregular due to unavoidable circumstances of my own, hope will be back and continue soon.............. have patients for a while.

Thursday, January 24, 2013

প্রথম বারের মতোই


চলে গেছো আর তো ফিরে আসোনি, জানি ভুলে গেছো আমায়। ঘৃণা করে আমার সাথে কথা বলতে, যাওয়ার সময় এটা ছাড়া আর কিছু তো বলে যাওনি। পিছু ও ফিরে দেখো নি, আমিও তোমাকে পিছু ডাকিনি। জানি ডাকলেও ফিরতে না তুমি, কারণ তোমার যাওয়ার ঠিকানা ছিল তখন। তাই বাধা হয়ে তোমার পথে দাঁড়াইনি। আমার এতো ক্ষতি, এতো অঘটন যেখানে তোমাকে ফিরাতে পারেনি সেখানে আমি ডাকলেই তুমি ফিরতে বা তাকাতে সেটা অবিশ্বাস্য। কিন্তু আমি তোমাকে ভুলিনি, এখনো তোমাকে ভালোবাসি জেনে রেখো। এখনো আমি প্রতিটি মুহূর্তে তোমার প্রেমে পড়ি, এতদিন পরও কেন এমন হয়? স্মৃতির ঝুড়িতে তোমার প্রতিটি ফোন এখনো প্রথম প্রথম ফোনের অনুভুতির মতো। তোমার সাথে প্রতিটি ঝগড়া এখনো ২০০৫ এর মতোই ঝংকার তোলে। তোমার প্রতিটি বাজে ব্যবহার এখনো আমাকে পাগলামির চূড়ান্ত পর্যায়ে নিয়ে যায়। তোমার প্রতিটি স্পর্শ সেই প্রথম স্পর্শের মতোই শিহরিত করে মনকে। প্রতিটি রাত প্রথম রাতের মতোই এখনো অচেনা আর ঘোর লাগা লাগে। এখনো সেই প্রথম বারের মতোই মনে হয় তুমি আমার, শুধু আমার। আমি আজও ভাবতে পারিনা কিভাবে তোমার পক্ষে সম্ভব হয়েছে আমার সাথে এমন রুক্ষ আচরন করতে, আবার এটাও ভাবতে পারিনা কিভাবে সম্ভব তোমার দ্বারা আবার আরেকজনের সাথে সব কিছু বিনিময় করা যা কিছু হয়েছে আমার সাথে। তোমার সেই একান্ত ও বিশেষ মুহূর্তগুলোতে কি একবারও মনে পড়বে না অতীতের কথা, আমাদের কথা? হয়তো পড়বে না, নিশ্চয় এতদিনে নিজেকে সম্পূর্ণ তৈরি করে নিয়েছো নতুনের আহ্বানে সাড়া দিয়ে সব উজাড় করে নিজেকে সমর্পণ করে দিতে। নিংড়ে নিতে সব অনুভুতি, সব তৃপ্তি, সব সুখ, সব আনন্দ। আমিও চাই এই পরিক্রমায় তুমি যেন পূর্ণমাত্রায় সফল হতে পারো। আমি থাকবো আমাদের সেই স্বর্ণালি দিনের স্মৃতিকে আঁকড়ে, তোমাকে ছেড়ে কেমন করে থাকি আমি দূরে। ভালো থেকো আমার ভালোবাসা। 

No comments:

Post a Comment