ভোরের অপেক্ষা কেমন হয় তুমি জানো?
জানলে তুমি আর কখনোই রাত চাইবে না।
কতোটা নিষ্ঠুর হতে পারে এই আঁধার,
তা কেবল নির্ঘুম সত্ত্বাই জানে।
এই আঁধার তার ঘন কালো চাদরে
অক্টোপাসের মতো ঘিরে ধরে আমায়,
মনে করিয়ে দেয় সব অপ্রত্যাশিত অতীত।
বর্তমান আর অতীতের সব মেলা বসে
এই রাতের গহীন নির্জনে।
বর্তমান থেকে অতীত আমাকে কিনে নেয়,
আবার বিক্রি করে দেয় ভবিষ্যতের কাছে।
খুব বেশী কিছু চাইছি না,
শুধু এমন একটি নির্ঘুম রাতের সঙ্গী হতে বলছি,
বাকিটা সময় নীরবে পরাজয় মেনে নিবো।
ভালো থেকো আমার ভালোবাসা।
No comments:
Post a Comment