প্রাকৃতিক কারনে ঝড়
বয়ে গেলে
তা একসময় থেমে যায় বা
ধরে আসে,
কিন্তু আমার জীবনের এই
ঝড়ের কোন শেষ নেই
পুব আকাশে ঘনিয়ে যে
মেঘ এসেছিলো
তা এখন পরতে পরতে ঘন
জমাট,
এই ঝড় কখনো থামবার নয়।
আমি কি জানতাম এমন
ভাবে ভেসে যেতে হবে আমায়
এই ঘন জমাট বাধা বরফ
স্তির করে দেবে জগত জীবন।
আক্ষরিক অর্থে কোন
জীবনেই আমি নেই।
কেবল সময়ের সাথে পথ
চলছি,
সময় আমায় কোথায় নিয়ে
দাঁড়ায় দেখছি।
জীবনটাকে হাতে বিভিন্ন
ভাবে খেলছিও আমি,
দেখছি কতোভাবে জীবন
নিয়ে খেলা যায়।
বিশ্বাসে মিলায় বস্তু
তর্কে বহুদুর......
বিশ্বাসে বোধহয় হারায়ও
আর তাই
আমিও হারিয়েছি
আমায়......
এভাবে হারাতে হারাতে
একসময় শরীরটাও
নীরব আর নিথর হয়ে পড়ে
থাকবে,
থাকবেনা পৃথিবীতে আমি
নামক কোন চিহ্ন।
সে অবধি নাহয় আমার অপরাধী
ভালোবাসাও
নির্বাক হয়ে ব্যক্ত
করে যাক তার অনুভুতি।
তোমায় ছেড়ে কেমন করে
থাকি আমি দূরে,
ভালো থাকুক আমার
ভালোবাসা।
No comments:
Post a Comment