irregular due to unavoidable circumstances of my own, hope will be back and continue soon.............. have patients for a while.

Thursday, July 18, 2013

নষ্ট হতে কষ্ট লাগে

নষ্ট হতে কষ্ট লাগে, ভীষণ কষ্ট লাগে,
তবু নষ্ট হতে ইচ্ছে জাগে কষ্টগুলো নিয়ে,
অবহেলায় অনাদরে বৃক্ষ যেমন নষ্ট হতে থাকে।
নষ্ট হওয়ার উপায় আছে জানা,
নষ্ট হওয়ার পথও আছে চেনা,
তবু হাস্নাহেনায় হাসি খুঁজি নষ্ট হওয়ার আগে,
পবিত্রতায় কষ্টরা সব ভাগুক আগে ভাগে।
নষ্ট হতে কষ্ট লাগে, ভীষণ কষ্ট লাগে,
ফুলের কথা ভেবে ভেবে কষ্ট লাগে,
নদীর কথা ভেবে ভেবে কষ্ট লাগে,
নীল পরীদের ডানামেলা, শুভ্র আকাশ ভেবে ভেবে কষ্ট লাগে,
নষ্ট হলে এক জীবনে আর হবে না দেখা,
ভেবে ভেবে কষ্ট লাগে ভীষণ।
পাহাড়ের ডাক, সমুদ্রের সুর কানে বাজে,
তোমার কথা ভেবে ভেবে কষ্ট লাগে,
তোমার চোখের মনি, হাত দুখানি,
মায়াবী চেহারার কথা ভেবে ভেবে কষ্ট লাগে,
নষ্ট হলে এক জীবনে আর হবে না দেখা,
ভেবে ভেবে কাস্ত লাগে, ভীষণ কষ্ট লাগে।
যদি কখন ফিরে আসো ভুল ভেঙ্গে
নষ্ট হলে আমায় পাবে না ভেবে ভেবে কষ্ট লাগে।
তবু নষ্ট হতে ভীষণ ইচ্ছে জাগে কষ্টগুলো নিয়ে,
অবহেলায় অনাদরে বৃক্ষ যেমন নষ্ট হতে থাকে।
ভালো থেকো আমার ভালোবাসা।

No comments:

Post a Comment