irregular due to unavoidable circumstances of my own, hope will be back and continue soon.............. have patients for a while.

Friday, August 30, 2013

তুই কি জানিস

দম বন্ধ করা কষ্ট কাকে বলে তুই কি সেটা জানিস?
জানিস কি কতোটা অভিমান বুকে জমা হলে নিজেকে নিস্প্রান মনে হয়?
কতোটা ভালোবাসলে কষ্টের সুনামিতে ভেসে ভেসে পথ চলা যায়?
জানিস কি? কতোটা ভালোবাসাহীনতায় আর স্বার্থপরতায়
হৃদয়ে রক্তক্ষরণ হয়ে অবিরাম......?
জানিস কি? কতোটা অবহেলায় আর উদাসীনতায়
সব কিছু শুন্য মনে হয়, বেঁচে থাকার ইচ্ছেটাই মরে যায়?
কতোটুকু ভালোবাসলে ভালোবাসা পাওয়া যায় বলতে পারিস?
জানি তোকে, কারো অভিমান, ভালোবাসা, মায়ামমতা
কষ্ট, রাগ কোন কিছুই স্পর্শ করে না
অন্তত আমার বেলায়, অন্য কারো বেলায় হলেও।
এমনকি তোর নিজের ভেতরও দম বন্ধ করা কোন কষ্ট স্থায়ী হয় না,
হয়তো তুই কোন মহীয়সী না কি মহাদানব কিংবা তোর কথায় রোবট!
অথচ মাঝে মাঝে এই রবোটটাই ভালোলাগা আর ভালোবাসার আবেশে
দূর থেকে খুব কাছে এসে যায় আমার......
আর আমিও বকার মতো সেখানে ভালোবাসা খুঁজে যাই।
হয়তো ক্ষনিকের কাছে পাওয়া সব কিছু ভুলিয়ে দেয়
কিন্তু পরক্ষনেই তুই হারিয়ে যাস, অচেনা হয়ে যাস কেমন করে!
কিন্তু কিন্তু কিন্তু... আমি তো সেই তোর মাঝেই ভালোবাসা খুঁজে ফিরি
প্রতিক্ষন, প্রতিদিন, প্রতিস্থানে সর্বত্রই ক্লান্তি বিহীন।
তুই কি সেটা জানতে চাস? নাকি বুঝতে চাস?
তোকে ছেড়ে কেমন করে থাকি দূরে,
ভালো থাকিস আমার ভালোবাসা।

No comments:

Post a Comment