irregular due to unavoidable circumstances of my own, hope will be back and continue soon.............. have patients for a while.

Sunday, August 4, 2013

সাধারণ একটা মানুষ

এই আমি... খুব সাধারণ একটা মানুষ, নিরামিষ টাইপ। জম্মেছিলাম কোনো একদিন, এখন মৃত্যুর জন্য নিজেকে তৈরি করছি। জীবনের কাছে খুব বেশী কিছু চাওয়ার ছিলো না, ছিলো না প্রভাব-প্রতিপত্তি, যশ-ঐশ্বর্য, কিংবা ধনী হওয়ার কোন চাহিদা। ছিলো একটি সরল আর নির্মল একটি সম্পর্কের লোভ যা বজায় থাকবে আমার জীবনের শেষ দিন পর্যন্ত। চেষ্টাও করে গেছি নিরন্তর সেই লক্ষ্যে কিন্তু আমার চাহিদায় বিধাতা বুঝি ব্যঙ্গ হাসি হেসেছে। তাই আমি ব্যর্থ আর পরাজিত এক মানব এই পৃথিবীতে। বুকের মধ্যে কোথায় যেন হাহাকার- মৃত্যু চিন্তার হাহাকার। এই হাহাকার আরও বেড়ে যায় জ্যোৎস্না রাতে। মমতাময়ী জ্যোৎস্না আর নিভু নিভু নক্ষত্রের রাতে নিজেকে খুব একা মনে হয়। গভীর একাকীত্ব গ্রাস করে আমাকে। আসলেই তো, আমার তো আসলেই কেউ নেই সবাই থেকেও। আমার মতন অনেক নিরামিষ মানুষ নিঃসঙ্গ, অনেকটা আকাশ ভরা তারার মতন। অযুত কোটি তারার মাঝেও প্রতিটা তারার চোখ ভরা গভীর বিষাদ, একাকিত্তের বিষাদ। একদিন সেইখানে ওদের মাঝে চলে যাবো, তাই পৃথিবীতে এখন আর বিষাদ খুঁজি না। নিস্পাপ শিশুর আদ্রতা মাখা হাসিমুখ খুঁজে বেড়াই...... এইতো আমি। আরও অনেক বিচিত্র ‘আমি’ কে আমি চিনি। যার দুঃখকষ্ট, হাসি-কান্না, ভাল-খারাপ লাগা শেয়ার করার বা সান্ত্বনা দেওয়ার কেউ নেই। যে ছিলো তাকে... সেই পুরনো তাকে আমি আজো খুঁজে বেড়াই, খুঁজে যাবো নিরলস আমৃত্যু। তাকে ছেড়ে কেমন করে থাকি দূরে, ভালো থাকুক আমার আর্তনাদিত ভালোবাসা।

No comments:

Post a Comment