মাঝে মাঝে জীবনটা বড়ো অদ্ভুত মনে হয়।
কেন মনে হয়, এ পৃথিবীতে আনন্দ আর সুখ বলে কিছু নেই।
আমারও তো কিছু পাবার ছিলো, কিছু প্রত্যাশা ছিলো।
অথচ জীবনকে ঘিরে ধরে শুধু ব্যাথা আর বেদনা।
সেই উদ্দামতাকে যখন ফিরিয়ে আনতে চাই,
জীবনকে পরিপূর্ণ করে তুলতে চাই,
তখুনি বাধা বিপত্তিগুলো আবার ফিরে ফিরে আসে।
নারী যেন আমার জীবনে অংশভাগিনী হতে চেয়েও পারে না।
কিংবা আমিও কেন যেন পারিনা অংশীদার করতে।
হয়তো কোনও অপূর্ণতা, অক্ষমতা, অযোগ্যতা আমার।
কেউ আমাকে ভালবাসতে চায়,
সেখানে বাধা হয়ে দাঁড়ায় অন্য নারী।
এ যেন জীবন সঙ্গিনীকে পাবার সমস্ত সুযোগই ব্যর্থ।
আমার জীবনকে রমণীয় করে তোলবার জন্য
সত্যি বোধহয় কোন নারী নেই। নেই কোন সঙ্গিনী।
তাই বুঝি হারাতে হোল তোমাকে পেয়েও।
তোমায় ছেড়ে কেমন করে থাকি আমি দূরে,
ভালো থেকো আমার ভালোবাসা।
No comments:
Post a Comment