irregular due to unavoidable circumstances of my own, hope will be back and continue soon.............. have patients for a while.

Friday, January 27, 2012

জীবনের সার্থকতা

জীবনের অর্থ বা সার্থকতা কি এবং কোথায়? নিজেকে সুন্দর, সুশিক্ষিত হিসেবে গড়ে তোলা। সুস্থ স্বাভাবিক দিন কাটানো, দেশ ও দশের জন্য কিছু করা। সৃষ্টিকর্তাকে খুশি করা, বংশের নাম রক্ষা করা। এইটাতো স্বাভাবিক জীবনের বিবরণ। কারো কারো হয়তো আরও বেশী কষ্ট হয় বা আরও বেশী আনন্দ হয়। আবার ব্যাতিক্রমও হয়।
কিন্তু যদি জীবনের এই দীর্ঘ পথচলা হয় ভালোবাসার মানুষটির সাথে? যদি এমন কাউকে কপালে লিখে নেওয়া যায় যাকে আমি খুব বেশী ভালবাসি কিংবা সেও আমাকে বেশী ভালোবসে। যদি নির্দ্বিধায় বা নির্বিঘ্নে সেই মানুষটির সুখ দুঃখের সাথি হতে পারতাম। আশে পাশের মানুষরা কে কি বলল না বলল, কার সম্মানে লাগবে কা লাগবেনা, যদি এসবের চিন্তা না থাকতো।
ইশশ... সত্যিই জীবনটা সারথক হতো। 

No comments:

Post a Comment