irregular due to unavoidable circumstances of my own, hope will be back and continue soon.............. have patients for a while.

Friday, January 27, 2012

ভালোবাসার আসল রঙ

অনেক রঙ ভালবাসার, কল্পনার সব রঙ একসাথে মিলেমিশে সে গড়ে তোলে স্নিগ্ধতায় ভরা এক স্বপ্নিল পৃথিবী। এক স্বপ্নালু জগতের আবেশি রোশনাই যেন ঘুরে ফিরে মনের বদ্ধদুয়ার গুলোকে ভেঙ্গে দিয়ে। দেহের প্রতিটি শিরা উপশিরার প্রবাহের সমস্থ অধিকার যেন নিমিষেই কেড়ে নেয় সেই আবেগি অনুভুতির জলন্ত প্রভা। মন চায় শুধুই ভালবাসতে, ভালবাসার সেই পাগল করা সুখের জলস্রোত ভাসিয়ে নিয়ে যায় একুল আর দুকূল। বয়ে নিয়ে যায় অনন্ত আছন্নতার নিবিড় সুখভাবনায় জাদুকরের মতো চোখ ধাঁধানো ভেল্কিবাজিতে মনকে বেধে রাখে সময়ের অস্পষ্ট স্রোতের মায়ায়। ভালোবাসার তোড়ে হারানো হৃদয় সবসময় খুঁজে ফেরে আলোকিত উষ্ণ আবেশ। মন যেন হারিয়েই খুঁজে পায় সুখ, হারানোর মাঝেই সে খুঁজে পায় সুখের আদল। হারায় সে মুক্ত আকাশের নিচে, মৃদুমন্দ খোলা হাওয়ায়,  রাতের আকাশে ফুটে থাকা আলোকিত তারাগুলোর মাঝে। কোন এক সুদুর অচিনপুরে মন হারিয়ে যায়, চারপাশটাকে মুহূর্তে ভুলে গিয়ে নিজের একান্তে পাওয়া জগতটাকে আপনার করে নিতে চায়। সুখের অনাবিল স্রোতে মাতিয়ে রাখার সবটুকুই যেন তার জীবনের আরাধ্য প্রাপ্তি। তবে ভালোবাসার রঙ্গিন আলোর পাশেই যেন আছে রঙহীন কাল অন্ধকারও। তার জলন্ত চিমনিতে পোড়ায় তার জীবনের গভীর ক্ষত। পুড়িয়ে দেয় ভালবাসার স্রোতে ভাসতে থাকা অরক্ষিত ভালবাসার তুমুল আবেগ। পোড়ায় ভালবাসার রক্তপরশ, তবু ভালোবাসে মন। তবু ভুলে যায় মন আগুনের পরা ক্ষত। ভালোবাসার স্রোতে হারানো হৃদয় যেন ব্যাথার স্রোতে নিজেকে আবার হারাতে শেখায়, তবু হারিয়ে যায়না অনন্ত বিস্মৃতিতে। তবু আঁকড়ে ধরে স্মৃতির পাহাড়,  তবু ভালোবাসে, ভুলকরে, ভুলভাবে ভালবাসে অনন্ত না পাওয়ার জলন্ত ক্ষতকে। 

No comments:

Post a Comment