ঘুম ভাঙ্গার আগে যদি স্বপ্নটাই ভেঙ্গে যায়
তাহলে কি করা যায়? স্বপ্নের জগতে ঘর বাঁধলেন আর এক নিমিষেই চোখের পলকে তাসের ঘরের
মতো ভেঙ্গে পরল সেই ঘর। তবুও কি কান্না আসবে না? হাসিমুখে ভেঙ্গে পরা স্বপ্নকে কি
মুছে ফেলা যায় মন থেকে? অন্য কেউ পারলেও আমি পারবো না। হয়তো এতাই আমার ব্যর্থতা।
ব্যর্থ আমি, আমার জীবনের কাছে। বন্দী আমি, আমার অসহায়ত্তের কাছে। পরাজিত আমি, আমার
নিজের কাছে। লজ্জিত আমি, নিজের স্বপ্নপাখির কাছে। যার ডানায় ভর করে নিজেকে নিয়ে
যেতে পারলাম না বহুদূরে। সুখপাখিটা তাই অধরাই রয়ে গেলো। সুখপাখি তার ডানা মেলে
মুক্ত আকাশে উড়বে মনের আনন্দে, আমি দূর থেকেই তাকে দেখবো। দুঃখের মাঝে যার বসবাস,
বৃথা স্বপ্ন দেখা তার মানায় না, তার কান্নার জলও মূল্যহীন।
দুরেই থাকুক সুখপাখি, দূর আকাশে।
No comments:
Post a Comment