'তুমি' ভালো আছতো? শোন, তোমাকে আমি বলেছিলাম
না এই সাইট খোলার উদ্দেশ্য। যখন তুমি আমকে ছেড়ে চলে যাবে তখন আমার দুঃখ, কষ্ট,
যন্ত্রণা, আর বেদনাগুলো এখানে আমি ধারাবাহিক লিখে যাবো এমনটি কথা ছিল। এও বলেছিলাম
আমার এই সাইট অন্য কেউ ভিজিট করুক তা আমার লক্ষ্য ছিলোনা। আর তাই আমি
ব্যক্তিগতভাবে কাউকে এই সাইটের ঠিকানা দিইনি। তবু কেমন করে যেন এটা ধীরে ধীরে
পাবলিক সাইট হিসাবে প্রকাশ পেয়ে যাচ্ছে দিনের পর দিন। প্রতিদিন অনেক মানুষ ভিজিট
করছে এই সাইট দেশ বিদেশ থেকে। তাই আমার প্রতিশ্রুতি থাকা সত্ত্বেও অনেক কিছুই
পোস্ট করা সম্ভব হচ্ছেনা। কারণ আমি চাইনা আমাদের কথা অন্য কেউ জানুক। তোমার প্রতি
অনুরোধ রইলো, যদি ইচ্ছে করে তুমি তোমার জি-মেইল চেক করো। সেখানেই
তোমাকে আমি লিখতে পারবো সম্পূর্ণ আমার মতো করে। ভালো থেকো জান সবসময়।
No comments:
Post a Comment