নিজেকে যখন মানুষ
ভাবি তখন মনে হয় কেউ একজন না থাকায় সব কিছুকেই এখন বিরক্ত লাগে, নিজেকে যখন
রাস্তার কুকুর ভাবি তখন নিজেকে রাজা লাগে, কুকুরের তো নিশ্চয়ই কোন একজনের জন্য
ভিতরটা পুড়ে যায় না। জীবনে তুমি আসবে না, কিন্তু তবুও মিথ্যা আশায় দিন কাটে।
হয়তো তোমার হাতের স্পর্শে আমার অন্ধকার জীবনটায় আলো আসবে, হয়তো আমাকে মিথ্যা
হাসি নিয়ে কাউকে বলতে হবে না...
ভালো আছি। আসবে
তুমি? ঘুমের মধ্যে মিথ্যে করে হলেও আসো। মিথ্যে প্রমাণ করে দাও যারা বলে “প্রতিটা
মেয়েই নিষ্ঠুর ও স্বার্থপর হবার অসীম ক্ষমতা নিয়ে জম্মায়, এবং প্রতি ইঞ্চি সুন্দর
মসৃণ চামড়ার নিচে লুকিয়ে থাকে কুৎসিত লাল রক্ত”।
No comments:
Post a Comment