জীবনের অনেকটা পথ একা একা হেঁটে চলেছি আজ, জানিনা আর কতোটা দিন হাঁটতে হবে এই একা পথটা ধরে। আর কতোটা দিন পরে শেষ হবে এই একাকীত্বতার প্রহর, জানিনা আদৌ শেষ হবে কিনা। তোমার দেওয়া অতীত জীবনটা প্রতিদিন কুঁড়ে কুঁড়ে খাচ্ছে আমাকে। জানোই তো জীবনের কিছু কিছু স্মৃতি আছে যা মানুষ ভুলতে চাইলেও ভুলতে পারেনা কখনোই। মাঝে মাঝে মনে হয় প্রতিটা মানুষের কিছু না কিছু ক্ষুদ্র ক্ষুদ্র ভুল থাকে, আমিও মানি এই কথাটা। কিন্তু ভেবে পাইনা তোমার কাছে আমার ভুলটা কি ছিলো। আর আমি এটাও জানি আমার হারানো সেই সময়টা তুমি কোনদিনই ফিরিয়ে দিতে পারবে না, ফিরিয়ে দিতে পারবে না আমার আগের সেই জীবনটাকে। ফিরিয়ে দিতে পারবে না তোমাকে ঘিরে আমার হাজারো ভাবনাগুলোকে। তবে তুমিও অবশ্যই একদিন বুঝবে ভালবাসার হাহাকার কি। হয়তো বা কোন একদিন তুমি যাকে ভালোবাসবে সেই তোমাকে অন্তহীন একাকীত্বতার প্রহর উপহার দিয়ে যাবে, আর হয়তো সেদিন বুঝবে জীবনের শুন্যতা কি, কি নিষ্ঠুর এর যন্ত্রণা। সত্যিই তুমি একদিন বুঝবে, এটা কিন্তু অভিশাপ না। ভেবে নাও আমার অনুমান......
No comments:
Post a Comment