রাস্তায় চলার সময় যখন সাদা ড্রেস পড়া কোন মেয়েকে দেখলে আমার খুব সাধ হতো তোমাকেও ঐ রকম পোশাকে দেখার, তোমার সাথে হাঁটার। আমার মনে হতো তোমাকে ঠিক যেন একটা ডানাকাটা শ্বেত পরীর মতো লাগবে। আমি মন ভরে তোমাকে দেখবো। তাইতো তোমার অনিচ্ছা সত্ত্বেও জোর করে তোমাকে দিয়ে কাপড় কিনিয়েছিলাম তেমন একটি সাদা ড্রেস বানানোর জন্য। কিন্তু আমার দুর্ভাগ্য, দেখা হলনা তোমাকে সেই পোশাকে। হলনা দেখা আমার পরীকে, আমার ভেনাসকে। তার আগেই তুমি চলে গেলে আমার জীবন থেকে সুপরিকল্পিত ভাবে নতুনের হাতছানিতে। আমার ইচ্ছার অপমৃত্যু হোল। এমনি আরও কতো ছোট ছোট ইচ্ছা যে মুখ থুবড়ে পড়ে কাতরায় তার কি ইয়ত্তা আছে। বলতো সোনু আমার ইচ্ছাগুলো কি খুব বেশী ছিল? খুব অসম্ভব ছিল? খুব অন্যায় ছিল? নাকি আমার ভুল ছিল?
No comments:
Post a Comment