irregular due to unavoidable circumstances of my own, hope will be back and continue soon.............. have patients for a while.

Friday, August 24, 2012

অন্তহীন রাত


আমার রাত কখনো শেষ হয়না, যেন এক অন্তহীন রাত। এমনি কতো রাত আমরা কাটিয়েছি কথা বলে, এখন নির্ঘুম আমি জেগে থাকি একা। প্রকৃতির নিয়মে যখন ভোর হয় তখনও আমাকে জড়িয়ে থাকে এই অন্তহীন রাতের নিকষ কালো অন্ধকার, অথচ এমনি কতোদিন ভোরে তোমাকে আমি জ্বালিয়েছি ফোন করে, কথা বলে। যখন তুমি রাত পোহালে নতুন এক আশা নিয়ে একটা দিন শুরুর উচ্ছ্বাসে মাতোয়ারা, আমি তখন অমাবস্যার মতো কঠিন কালো কষ্টের জালে আপাদমস্তক জড়িয়ে থাকি। জানি আমার এই কষ্টের রাত আর শেষ হবেনা কোনোদিন। তারপরেও হারিয়ে যাই হাজার মানুষের ভিড়ে, কিন্তু এতো মানুষের ভিড়েও কি ভীষণ নিঃসঙ্গ আমি। অন্তহীন পথে হেঁটে চলেছি, যার কোন গন্তব্য নাই। বুকের ভেতরটা কষ্টের আগুনে জ্বলে পুড়ে ছারখার, আর কতো পুড়বে আমি নিজেও জানিনা। তোমাকে হারানোর কষ্ট আমার ভেতরে জ্বলন্ত আগ্নেয়গিরির মতো বিরামহীন তপ্ত লাভা উদ্গিরন করে চলেছে, আর আমার ভেতরেই তা আটকে থাকছে। বড্ড যন্ত্রণা দেয় আমার বুকে।

No comments:

Post a Comment