জীবনটা চলছে জীবনের মতোই, নেই শুধু এতোটুকু
প্রশান্তি। তুমিতো চলেই গেলে সাথে করে নিয়ে গেলে আমার হাসি আর আনন্দগুলো। চলে
যাবার সময় একবারও কি মনে হলো না তোমাকে ছেড়ে আমি থাকবো কিভাবে? তারপরও বলতে
চেয়েছিলাম তোমায় আমার যত সুখ শান্তি আনন্দ সব ফেলে দিয়ে তুমি আমাকে নিয়ে যাও।
তোমার সাথে ওসব ছাড়াই দিব্যি বাঁচতে পারবো আমি কিন্তু সেই সময়টুকু দাওনি আমাকে।
তারপরও আমি চাই তোমার কাছে আমার দেয়া আমানত, আমার সুখ শান্তি আর আনন্দগুলো নিয়ে
সুখে থাকো তুমি, নতুনের সাথে ভাগ করে নিও সেসব। প্রতিটি মানুষের নিজস্ব একটা
পৃথিবী থাকে যেখানে সে বিচরন করে তার মতো। কিন্তু আমার বেলায় তার উল্টো। আমি আমার
পৃথিবীটাকেই হারিয়ে ফেলেছি তোমার চলে যাওয়ার সময়। এতো কষ্টের মাঝে প্রায় সময়
আনন্দের স্মৃতিগুলোকে হারিয়ে ফেলি, সবসময় কষ্টটাকেই ভালোবেসে যাচ্ছি কেন জানো?
কারণ এই কষ্টটা যে তোমারই দেয়া.........
No comments:
Post a Comment