আসলে কারো কারো বুকের মাঝে যে কতো বড় বড়
দীর্ঘশ্বাস প্রতিদিন বয়ে বেড়ায় তা শুধু কষ্ট পাওয়া মানুষগুলোই জানে। সে জানে কতোটা
কষ্টের পর তার মাঝে জম্ম নেয় এই দীর্ঘশ্বাস। এই দীর্ঘশ্বাসগুলোই আস্তে আস্তে
নীরবতা এনে দেয়। যখন নীরবতা চারদিক থেকে ঘিরে ধরে তখন যেন নিঃশ্বাস কেমন যেন ভারী
হয়ে আসে। বন্ধ হয়ে আসতে চায় এই নিঃশ্বাস, প্রতিটা নিঃশ্বাসে জড়িয়ে থাকে হাজারো
কষ্ট, বলতে না পারা অনেক কথা। সে যে কতোটা কষ্টের বলতে পারবোনা, পারলেও বুঝাতে
পারবোনা। যেমনটা পারিনি আমি তোমায় বুঝাতে কতোটা ভালোবাসি। তোমার চলে যাওয়ার সময়
অনেক অনুনয় করেছিলাম তুমিহীনা এই আমার কি যে কষ্ট হবে একটু বুঝার চেষ্টা করার
জন্য। কিন্তু তুমি আমাকে বড় নির্দয় ভাবে ফেলে চলে গেলে, একটু ফিরেও তাকালেনা। এই
চোখের কোণে ফোঁটা ফোঁটা অশ্রু নিয়ে কষ্টের দেয়ালে আর কতদিন লিখবো। আর কতদিন
প্রতিটা লেখা এক একটা দীর্ঘশ্বাস হয়ে বয়ে যাবে আমার জীবনে আমি জানিনা,
জানিনা......।
No comments:
Post a Comment