irregular due to unavoidable circumstances of my own, hope will be back and continue soon.............. have patients for a while.

Thursday, October 18, 2012

জাগরণের রাত


তুই খুব সাবলীল ভাবে এড়িয়ে যেতে পারিস আমাকে, আমি পারিনা। আমি পারি নীরবে সব সহ্য করে শুসে নিতে, তুই পারিসনা। তোর ক্ষণিক প্রেমের কোন একটা ক্ষণের খোঁচায় আজও আমার বুক রক্তাক্ত, তবু আজও আমার মন তোর একফোঁটা ভালোবাসার অভাবে হয়ে আছে অতৃপ্ত। তোর কালো চোখের জোড়া ভ্রু এর ঘেরাটোপে আজও বন্দী আমার জাগরণের রাত। এখনও তোর সেই কণ্ঠস্বরের মানসে আমার মন ভেসে যেতে চায় অকস্মাৎ। এখনও তোর শরীর মন জুড়ে আমার ভালোবাসা সম্পৃক্ত হতে চায়, নিংড়ে নিতে আর দিতে চায় সব। আজও আমার জানতে ইচ্ছে করে, তোর কি এখনও মনে পড়ে এই আমাকে? মনে পড়ে আমাদের সেই একান্ত মুহূর্তগুলোর কথা? জানিস আজকাল মাঝে মাঝে তোর স্মৃতির বোঝাটা বড্ড ভারী মনে হয়, নুয়ে পড়তে চায় কাঁধ। আমার প্রয়োজন আজ তোর জীবনে ফুরিয়ে গেছে অথচ কথা ছিলো ক্লান্ত হয়ে গেলে তোর মনের ছায়ায় অলস শরীর জুরিয়ে নেব। কিন্তু তুই শক্তি যোগাস আরেকজনকে এখন, তার প্রেরনা হয়ে থাকতে তোর খুব ইচ্ছে এখন। তাকে উপহার দিতে চাস আমাদের সেই একান্ত মুহূর্তগুলোর মতো কিছু......। ভালো থাকিস আমার ভালোবাসা।

No comments:

Post a Comment