irregular due to unavoidable circumstances of my own, hope will be back and continue soon.............. have patients for a while.

Friday, October 19, 2012

আমার অপরাজিতা


জানু, সেই দিনগুলো খুব মনে পড়ছে ইদানিং, যখন আমি ছিলাম তোমার কাছে অচেনা কিন্তু তুমি ধীরে ধীরে হয়ে উঠেছিলে চিরচেনা। দুজনের মাঝে ছিল বিশাল ব্যবধান। নাটকীয়ভাবে পরিচয় হওয়ার পর আমাদের কথা হতো শুধুই ফোনে সেটাও আবার একান্তই একপাক্ষিক। কারণ তুমিই ফোন করতে আমাকে, আমার ফোন দেওয়ার কোন সুযোগ ছিলোনা। কিন্তু সম্পর্কটা ছিল আবেগের সুতোয় বাঁধা। বাস্তবিক বা মানসিক কোন সম্পর্কই হয়তো ছিলোনা। তবুও কখনো কারো সাথে তোমাকে হেসে কথা বলতে দেখলে বা শুনলেই কেন জানি আবেগের সুতোয় টান পড়তো, হয়তো তোমারও এমনটি হতো। এভাবেই শুধুই ভার্চুয়াল একটা সম্পর্ক। কেউ বোঝেনি, তুমিও না। অজানা এক আবেগ অনুভুতি, বিচ্ছিন্ন সুখ-দুঃখ নিয়েই কেটেছে প্রথম দুই বছর। এসময়ে ধীরে ধীরে চেনা জানা, একই সাথে পথচলা। নিরুদ্দেশ সেই পথচলা হয়তো মাঝে মাঝেই পথ হারিয়েছে, ভুল করেছে, আবার পথে হেঁটেছে। মানুষ মরে গেলে পচে যায়, বেঁচে থাকলে বদলায়। কারনে অকারনে বদলায়, সকালে বিকালে বদলায়। তেমনি বদলেছি আমি, বদলেছে আমার মন। কখনো একটু আধটু বুঝেছ আবার কখনো বা ভুল বুঝেছ। কিন্তু আমার মতো করে বোঝোনি কখনোই। বুক ভরা ভালোবাসা, ক্ষণিকের প্রাপ্তি আর অসীম হতাশা নিয়েই ব্যস্ত কেটেছে আরও বছর খানেক। হটাৎ হটাৎ একটু প্রাপ্তি কখন যে প্রত্যাশার সীমাটাকে মনের অজান্তেই আরও বিস্তৃত করে দিয়েছে, সে হিসেব আজও মেলাতে পারছিনা। ছোট ছোট আশাগুলো যে এভাবে অসীম আকাশ রচনা করবে তা এখনও মনের অগোচর। আশা, আশা ভঙ্গের হতাশা, আবার ফিরে ফিরে আসা। বহুরূপী দ্বন্দ্বটা পিছু ছাড়েনি এক মুহূর্তের জন্যও, ভালোলাগা-ভালোবাসা দ্বন্দ্বটি নিয়ে অনেক ভেবেছি। কিন্তু, ভাবনা সাগরের কুল কখনোই খুঁজে পাইনি। এখনও জানিনা কোথায় আছি? দিক হারা নাবিকের মতো এদিক-ওদিক ফিরে দেখছি। নিজের কোন পথ ছিলোনা, আজও নেই। আশা প্রত্যাশা নিয়ে পথা চলা শুরু করিনি, তাই জয় পরাজয় আর প্রত্যাশা-প্রাপ্তির হিসেবটা এখানে হয়তো অপ্রাসঙ্গিক। পথ যেদিকে বিস্তৃত সেদিকেই হেঁটেছি। তবুও আমি বলবো, পরাজিত হতে আমি প্রস্তুত, যদি তুমি অপরাজিতা হতে পারতে। কিন্তু দুঃখটা যে এখানেই। আমার জীবনের শ্রেষ্ঠ স্মৃতিগুলো এখনও তোমাকে নিয়ে কাটানো সময়গুলোই, যেগুলো তোমার কাছে শুধুই বিচ্ছিন্ন ঘটনার মতোই বর্তমানে। অতীত বলতে আমার কাছে এখন যে শুধুই ‘তুমি’। নিকট অতীতটা সুদুর অতীতের সব সুখকর স্মৃতিগুলোকে এতটাই আড়াল করে দিয়েছে যে তুমিহীন সময়গুলো যেন কখনোই আমার জীবনে আসেনি। এতো অল্প সময় যে ভবিষ্যৎ জীবনটাকে এতটা স্মৃতিময় করে তুলবে তা নিজেরই বিশ্বাস করতে কষ্ট হচ্ছে। কিছু পরাজয়েও যে জয়ের স্বাদ থাকে জানতো আদরি। কিন্তু যে পরাজয় শুধুই হারানোর সে পরাজয় মেনে নেয়া যায়না(তবুও মেনে নিতে যেমন তুমি বাধ্য করলে আমায়)। আমি জানি আমার অপরাজিতা কখনো পরাজিত হতে পারেনা। কিন্তু...... এই ভয়টাই যে এখনও নিরুদ্দেশ পথযাত্রাটাকে বিস্তৃত করে দিচ্ছে। ভালো থেকো আমার ভালোবাসা।

No comments:

Post a Comment