কাটছে আমার জীবন আমার মতো করে। নাই বা মন খুলে
হাসলাম তাতে কি? বিষণ্ণতা নিয়ে তো বেশ আছি। কার কি আসে যায়, না হয় সুখহীন তাতে কি
দিন তো চলে যাচ্ছে থেমে তো থাকে নি। কেউ নেই আমার পাশে তাতে কি আমি আমার মতো করে বেঁচে
আছি। কোন রাগ বা অভিমান নিয়ে নয়, মৃত অনুভূতিগুলোকে নিয়েই আছি। তবুও বলবো নিজেকে
নিজের মাঝে লুকিয়ে রেখে অনেক ভালোই আছি। এখন পথে হাঁটতে সব এলোমেলো হয়ে যায়, মনে ভয় কাজ করে যদি
দেখা হয়ে যায়। দেখে যদি মুখ ফিরিয়ে নাও বা আমায় দেখে চলে যাও তাহলে জমাট কান্না
ধরে রাখবো কিভাবে? রাত জেগে স্মৃতিগুলো ভাবি, কতো অক্ষরে কতো শব্দে আমার বুকে রক্ত
ঝরে, প্রান কাঁদে। তুমি কান্না করে বলতে যাবে না ছেড়ে আমাকে, কিন্তু চলেই গেলে সব
সুখ কেড়ে নিয়ে। চলে যাওয়াই কি সব কিছুর একমাত্র
সমাধান বলো? ভালোবাসাতো ভাঙ্গার জন্য নয় ভালোবাসা নিজ নিজ ভুবন গড়ার জন্য। অভিমানে
নয় কিছুটা অভিযোগ নিয়ে অন্য কিছু নয়, শুধু তোমাকে শুধাই আনমনে নীরবে এই আমাকে আশাহত
করে কতোটা সুখ খুঁজে পেয়েছো তুমি??
No comments:
Post a Comment