ভালোবাসতাম একসময় খুব
আজও বাসি। তাইতো এখন আর চাইলেও ঘৃণা করতে পারিনা, পাঁজরের হাড়গুলো ভেদ করে বের
করতে পারছিনা তোমাকে। কিন্তু তোমার চলে যাওয়ার প্রক্রিয়াটা যখন পুরোটা ধারাবাহিক
মনে পড়ে খুব ঘেন্না লাগে নিজের প্রতি, তবুও কেন জানি তোমার প্রতি আসেনা। আর ঘৃণা
করতে পারিনা বলেই তুমি এখনো মনের সুরক্ষিত কক্ষে বসে একনায়কতন্ত্র কায়েম করো।
ভালোবাসা নাকি সবসময় নিরুপায়। খাঁচার পাখির মতোই বন্দী, মুক্ত আকাশের দিকে চেয়ে
পাখা থাবড়ায়। তবুও কাছে থেকে সুখ (কৃত্তিম) সুখ পাবার আকাঙ্খা রয়েই যায়। আর হয়
বারবার পরাজিত। কিন্তু পরাজয়েও নাকি এক অপূর্ব সুখানুভূতি, এ এক আশ্চর্য কারবার
তাইনা! অযাচিত শাসন, তীব্র হস্তক্ষেপ, পরাধীনতার জালে বন্দী, তবু এতো ভালো লাগে
কেন?
No comments:
Post a Comment