irregular due to unavoidable circumstances of my own, hope will be back and continue soon.............. have patients for a while.

Sunday, October 7, 2012

নিতান্তই নিজের


প্রচণ্ড জ্বর, নামছে না কিছুতেই। সারা শরীরে অসহনীয় ব্যাথা, প্রায় অনেকদিন থেকে এই অবস্থা চলছে, দিনে মোটামুটি একটু কমে কিন্তু রাতে এসে কেন জানি চেপে ধরে। তার উপর আজ কয়েকদিন থেকে বুকে খুব ব্যাথা অনুভব হচ্ছে। কিন্তু কাউকে বলার কিছু নাই, কাকে বলা যাবে? মা-বাবাকে জোর করে ২৬ তারিখ থেকে দেশের বাইরে পাঠানোর পর একদম একা। যদিও তাঁরা থাকলেও বলা হতো না, কি লাভ বলে? এখন যতোই সমস্যা হোক কাউকেই কিছু বলা হবেনা, দেখা যাক নিজে নিজে কতদিন সহ্য করতে সক্ষম। ওষুধের দোকানে বলে মেডিসিন খাওয়া হলেও কিন্তু তাতে কাজ হয় সাময়িক। তার উপর আবার যেতে হচ্ছে কাল ভোরে ঢাকায়। কিন্তু শরীর সায় দিচ্ছেনা কিছুতেই, তবু যেতেতো হবেই। আর আমাকেতো বাস্তববাদী বানানোর চেষ্টাই করা হয়েছে, বলা হয়েছে বারবার। বাস্তববাদী হতে গেলে কিছুটা মাশুলতো দিতেই হয়। সমস্যা হলেও কি আর হবে, বড়জোর ঢলে পড়া। সেটাতো একদিন হবেই, এবং অনেকেরই হয় তাদের আপন মানুষগুলোর সামনে। এই ক্ষেত্রে না হয় তার উল্টোটা হবে, নাইবা দেখা হলো কাছের কাউকে। আপন কারো সামনে মরণের ভাগ্য তো সবার হয়না। তবে মনে হয়না এরকম কিছু হবেনা। আমার এই লেখা কিন্তু কাউকে উদ্দেশ্য করে নয়, নিতান্তই নিজের কিছু কথা প্রকাশ করার খাতিরে। তাই আমি চাইবো এটি কারো চোখে পড়লেও আমার প্রতি বিন্দুমাত্রও সহানুভূতি যেন না জম্মে বা জম্মানোর সুযোগ না দেয়া হয়। কারো করুনা আমি চাইনা নতুন করে, অনেক অনেক পেয়েছি। এই পৃথিবীর সবাইকে অনেক অনেক ধন্যবাদ দিতে ইচ্ছে করছে আমার কারণ এদের কাছে থেকে সত্যিই আমার এতকিছু পাওয়ার কথা ছিল না। কিছু পাওয়ার জন্য যোগ্যতা থাকা চাই। খুব ভালো আছি, খুব ভালো......... 

No comments:

Post a Comment