irregular due to unavoidable circumstances of my own, hope will be back and continue soon.............. have patients for a while.

Friday, October 26, 2012

যত খারাপই হোক


তার সাথে সম্পর্ক ভেঙ্গে যাওয়ার পর দীর্ঘ নয়টি মাস কেটে গেলো। কিন্তু আজও অনেক কিছুই কাজ করে ঠিক আগের মতই। ভালোবাসার মানুষ যত খারাপই হোক সে সব সময়ই ভালো থাকবে আমার কাছে। তার সাথে আমার সম্পর্ক শেষ হওয়ার পরও কেউ যদি তাকে নিয়ে কোন খারাপ মন্তব্য করে তখন কাউকে বুঝতে না দিলেও খুবই রাগ আসে। বিপরীত লিঙ্গের কারো সাথে কথা বলার সময় ঠিকই খুঁজে বের করার চেষ্টা করি তার সাথে ভালোবাসার মানুষটির সাথে কি কি মিল আছে। হটাৎ ভালোবাসার মানুষটির পছন্দের কোন জিনিস চোখের সামনে পড়ে যায় তার কথা মনে না করে থাকতে পারিনা। তার সাথে যে জায়গাগুলোতে স্মৃতি আছে ঐ সব জায়গায় নিতান্ত বাধ্য হয়ে যেতে হলেও সবসময় সে জায়গাটাই খুঁজি যেখানে সে বসতো। তার কাছ থেকে পাওয়া যে কোন জিনিস আজও আগের মতোই প্রিয়। তাকে যতই ভুলার চেষ্টা করি সে ঠিকই ঘুরেফিরে মনের আঙ্গিনায় এসে হাজির থাকে। হয়তো এসব কিছুই তার মধ্যে কাজ করেনা। তাতে কি? সবাই কি আর সবকিছুকে গুরুত্ব দেয় বা দিতে চায়? সবাই কি আর নতুনের আহ্বানকে হাসিমুখে এড়াতে পারে? অনেকই আছে যারা একজন থাকা সত্ত্বেও গোপনে আরেকজনকে তৈরি করে রাখে বিকল্প হিসাবে, এরা একে সন্তুষ্ট থাকেনা। আর তাই পুরনো জনের কাছে সর্বাধিক প্রাধান্য পাওয়ার পরও এরা এক্সট্রা মনে করে নিজেকে। ফলস্বরূপ হয়তো দেখা যায় শেষপর্যন্ত সেই এক্সট্রাই থেকে যেতে হয় নিতান্ত গুরুত্বহীন হিসাবে কারো জীবনে এবং এটাকেই ভাগ্য বলে মেনে নেওয়ার বৃথা চেষ্টা করে যায় আজীবন।

No comments:

Post a Comment