কতো রাত তোমায় ভেবে কাটে, আমার কতো জোছনা
অবলীলায় খেয়েছে আঁধার তার কোন হিসেব নাই। অতৃপ্ত মন চায় বারেবারে তোমার সেই শীতল
ছোঁয়া। ভালোবাসা বুঝি এতোটাই নির্মম? সুখের আবেশে হৃদয় মগ্ন থাকতো তোমায় দেখে,
অজানা সুখগুলো মরিচিকা ছিল বুঝিনি আগে। তবু কল্পনায়, স্বপ্নে আমার আত্মা ঘুরে
ফিরবে তোমার সাথে। ভালোবাসি কতোটা বলা যায়না, বুঝে নাওনা তুমি। তোমাতে খুজেছিলাম
জীবন, তোমার কারনেই সেটা আজ ধুধু মরু। তাহলে কি কাউকে সত্যিকারের ভালবাসার বিনিময়ে
এই পাওয়া যায়? এখন মাঝে মাঝে নিজেকে প্রশ্ন করি কি ছিলাম আমি তোমার জীবনে, কোন উত্তর
খুঁজে পাইনা। আমি কি তোমার জীবনে শুধু এক কালো অধ্যায়, এক কাল বৈশাখী ঝড়, নাকি কোন
এক দুঃস্বপ্ন ভরা রাত? কি বলবে তুমি আমায় নিয়ে, কি উপমা তুমি দিবে আমায়? এতো
প্রশ্নের মাঝেও অদ্ভুত আর অনাকাঙ্খিত কিছু প্রাপ্তি আমাকে প্রায় নিশ্চুপ করে দেয়।
No comments:
Post a Comment