জানো, মাঝে মাঝে আমার কিছু পিছুটান হারিয়ে
যেতে চায়। আগে জোর করে আগলে রাখতে চাইতাম, এখন মনে হয় যেটা আমার না সেটা তার পথ
খুঁজে নিক। কখনো কখনো একটা স্নিগ্ধ সকাল আমাকে মুগ্ধ করে, কিন্তু এটা ক্ষণস্থায়ী।
কোন মুগ্ধতাই এখন আমায় বেশী মুগ্ধ করে রাখতে পারেনা। আমি এখন অস্তগামী তেজহীন এক
সূর্য। আমার এখন কোন শাসন নেই, শাসন করার মতোও কেউ নেই। অথচ আমি চাই কেউ আমায়
শাসনে রাখুক, একেবারে কড়া শাসনে। একসময় হয়তো যেমন ছিলাম......। মাঝে মাঝে রাতেও
খেতে ইচ্ছে হয়না, মনটা খুব ভারী ভারী লাগে। সারাদিন এতো দৌড়াদৌড়ি করি অথচ প্রতি
রাতেই ঘুম আসে শেষ রাতে বা সকালে। রাতগুলো যেন আরও গভীরতম আর দীর্ঘতম হয়। কোনকিছু
বদলে গেছে কিংবা আমি বদলেছি, তবে স্বভাবগুলো এখনও প্রকটই আছে......
No comments:
Post a Comment