এখন আমি তোমার ভালোবাসার মানুষটি না থাকতে
পারি কিন্তু তোমাকে পাগলের মতো ভালবাসতাম। তোমার প্রতি একটা অন্ধ বিশ্বাস ছিল।
সেটা হলো তুমি শুধুই আমাকে ভালোবাসো এবং সারাটা জীবন আমাকেই ভালবাসবে। তুমিও নিজ
মুখে তাই বলেছিলে। এমনও বলেছিলে আমাদের সম্পর্ক গড়ে উঠার পিছনে সৃষ্টিকর্তার ইশারা
ছিলো। আর এই আমি যদি তোমাকে ছেড়ে দূরে চলে যাই তবে তোমার জীবন চালিয়ে নিতে অনেক
কঠিন হয়ে দাঁড়াবে তোমার পক্ষে। সেই তুমি নিজেই চলে গেছো নতুন একজনকে দালালের
মাধ্যমে পেয়ে। খুব সহজেই পার করতে পারছো তোমার আনন্দের দিন গুলো। যাকে ঘিরে এতো
ঘটনার উৎপত্তি তার সাথে আরো বেশী ঘনিষ্ঠভাবে নিত্য লেনাদেনা তোমার অকাতরে। দিনের
পর দিন প্রতারণা করে গেছো আমার অগোচরে। আজ আমার বিশ্বাস ভালোবাসা এসবের কিছুই নেই।
একদিক দিয়ে হিসাব করলে জয়টা আমারই হয়েছে। কারণ আমি একটা বিশ্বাসঘাতককে হারিয়েছি।
বোধহয় তুমি আমাকে ভালোবাসোনি কোনদিন, শুধু ভালোবাসার অভিনয় করেছো আমার সাথে তোমার
পোশাকি প্রেমের দ্বারা। কারণ তুমি যদি দুইজন মানুষকে ভালবাসো তবে তোমার প্রকৃত
ভালোবাসা দ্বিতীয় জনকেই। কেননা তুমি যদি প্রথম জনকে সত্যিকার ভালোবাসতে তবে
দ্বিতীয় জনের প্রেমে কোনদিনই পড়তে না। যদি তোমার মানসিকতা তেমন না হয়। তবে তুমি
হারিয়েছ এমন একজনকে যে তোমাকে তার জীবনের থেকে বেশী ভালোবেসেছিল এবং তোমাকে সুখী
রাখার জন্য নিজের সব হারাতে প্রস্তুত ছিল। আজও সে হারিয়েছে সব তবে তা তুমি চলে
যাওয়ার কারণে। তবু সুখটা(?) যেন তোমারই থাকে। ভালো থাকুক আমার ভালোবাসা।
No comments:
Post a Comment