irregular due to unavoidable circumstances of my own, hope will be back and continue soon.............. have patients for a while.

Saturday, November 10, 2012

আমি ভুলে যাই


আদরি, কাউকে কাছে পেয়ে হারানোর কষ্ট কতোটুকু তা শুধু সেই মানুষগুলোই জানে যার জীবন থেকে এমন কেউ হারিয়ে গেছে। আর আমি সেই কষ্টটাকে খুব কাছে থেকে দেখেছি। কিন্তু তুমি জানো আমি সেই কষ্টকে ভুলে যাই, হ্যাঁ তোমার চলে যাওয়ার কষ্টটাকে আমি ভুলে যাই যখন আমার মনে পড়ে যায় তোমার মিথ্যা ভালোবাসার কথাগুলো। যেভাবে মিথ্যাচার আর কলুষিত হয়ে চলে গেছো তাতে আমার নিজেরই গ্লানি লাগে। মানুষ হটাৎ করে এতো নিচুপ্রকৃতির কাজ কিভাবে করে! সত্যিই বলছি নিজেকে বোঝানোর মতো একটি কথাও আমার থাকে না। আমি হতভম্ব হই এইভেবে এমন উচ্চশিক্ষিত মানুষগুলোর এতো দ্রুত অধঃপতন হয় কিভাবে! কিভাবে এরা নিজেকে এতো সস্তা করে তুলতে পারে অল্পসময়ের ব্যবধানে! আমি যেন ভাষা হারিয়ে ফেলি কিছু সময়ের জন্য। শুধু জানতে ইচ্ছে জাগে, কি পেয়েছ তুমি? সেই নতুনের কাছে আসলেই তোমার অবস্থান কতোটুকু? জানতে ইচ্ছে জাগে এই মন ভাঙার খেলাতে কি পাওয়া যায়? আমি চাই না কেউ তোমাকে মিথ্যা অভিনয়ে কষ্ট দিক, কারণ এই কষ্টগুলোকে এখন পর্যন্ত খুব কাছে থেকে দেখছি। এর তীব্রতা যে এতোটা ভয়ঙ্কর তা এখনও তুমি জানো না। তাই চাই না কেউ তোমাকে এমন একটা যন্ত্রণা দিয়ে যাক। তবে তোমার জন্য একটা অনুরোধ কাউকে অভিনয় করে নয় মন থেকে একবার ভালোবেসে দেখো, হয়তো বুঝবে ভালোবাসা কাউকে ঠকানো নয়, কাউকে মিথ্যা আশ্বাস দেয়া নয়। ভালোবাসা কাউকে কিছু উজাড় করে দেয়া, ভালোবাসা কারো মনকে স্পর্শ করে যাওয়া। ভালো থাকুক আমার ভালোবাসা............। 

No comments:

Post a Comment